ষ্মার্ট বাংলাদেশ গড়তে টেকসই কৃষি কাজে এগিয়ে যেতে হবে -এমপি হাবিবে মিল্লাত

নাজমুল হোসেন, সিরাজগঞ্জ || ২০২৩-০১-৩০ ১১:৫৭:১৫

image
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণেকৃষকদের উৎসাহিত করতে দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা কৃষি ঋণ মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০জানুয়ারী সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রঙ্গনে জেলা কৃষি ঋণ মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃহাবিবে মিল্লাত মুন্না । তিনি উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সহজ উপায়ে প্রান্তিক কৃষকেরা ক্ষুদ্র ঋণ নিয়ে যেন কৃষি কাজে লাগিয়ে লাভবান হতে পারেন এ জন্য কৃষিতে যুগ উপযোগী শষ্য ফলাতে হবে উৎপাদন বাড়াতে হবে।প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ষ্মার্ট বাংলাদেশ গড়তে এক ইঞ্চি জমিও অনাবাদিনা থাকে সেদিকে লক্ষ্য রেখে টেকসই কৃষি কাজে এগিয়ে যেতে হবে। করোনা পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেনযুদ্ধসহ বিশ্বব্যাপী অস্হিতিশীল পরিস্হিতি মোকাবেলা করতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনতে সকলকে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন স্হানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ ব্যাংকের বগুড়া জোনের যুগ্নপরিচালক বীরেন্দ্রনাথ রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জনতা ব্যাংকের ডিজিএম মোঃ জাহিদুল আলম, বেসরকারি ব্যাংকের প্রতিনিধি ন্যাশনাল ব্যাংকের রকিব উদ্দিন , রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম আব্দুল আলীম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর । অনুষ্ঠান সঞ্চালনায় সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত ও সাঈদী রহমান। আলোচনা সভা শেষে ঋণ গ্রহিতাদের কৃষকদের মাঝে চেক প্রদান করা হয়। সিরাজগঞ্জ জেলা কৃষি ঋণ মেলা ২০২৩ইং প্রায় ৩৩টি সরকারি বেসরকারি ও কৃষি ও প্রাণিসম্পদের ষ্টল প্রধান অতিথি এমপি হাবিবে মিল্লাত মুন্না। উল্লেখ্য যে বাংলাদেশ ব্যাংকের আওতায় সকল সরকারি ও বেসরকারি ব্যাংক ডাল,তেল,মসলা ও দানা জাতীয় শস্য উৎপাদনে ৪% সুদে প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে সহজ কিস্তিতে ঋণ বিতরণ করছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com