চট্রগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশলীকে লাঞ্ছিতের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া ||
২০২৩-০১-৩০ ০৬:২৮:২৬
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৩০ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে গতকাল রোববার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামেে টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীকে তার নিজ কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, সিনিয়র সহকারী প্রকৌশলী এ. টি. এম. রবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৌশলীর ওপর হামলায় জড়তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এবং,দ সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তায় সার্বক্ষণিক গানম্যান প্রদান করতে হবে ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357