কুয়াকাটায় ট্যুরিস্ট স্টেকহোল্ডারদের সঙ্গে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী || ২০২৩-০১-২৪ ০৯:২১:৫০

image
আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের হলরুমে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকত ও তৎসংলগ্ন পর্যটন স্পট সংশ্লিষ্ট পর্যটন অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড.মোঃ আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার কুয়াকাটা রিজিয়ন মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের প্রধান অতিরিক্ত আইজিপি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম(বার)। মতবিনিময় সভায় ট্যুরিস্ট পুলিশ প্রধান বলেন পর্যটকদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করা ট্যুরিস্ট পুলিশের প্রধান কাজ। নিরাপত্তার পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ স্থানীয় জনসাধারণ, পর্যটননির্ভর ব্যবসায়ী, সৈকত এলাকার পরিবেশ ট্যুরিস্ট বান্ধব রাখতে বীচ ম্যানেজমেন্ট কমিটি এবং স্থানীয় প্রশাসনকে নানাভাবে সহায়তা করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশী বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে নিজ উদ্যোগে ট্যুরিস্ট পুলিশ গঠন করেছেন। প্রধান অতিথি পর্যটন নির্ভর ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে বলেন তিনি এ সকল বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সর্বাত্মক কাজ করে যাবেন। তিনি আরও বলেন, কুয়াকাটা পর্যটন নগরীকে আন্তর্জাতিক পর্যটন নগরীতে রপান্তরের জন্য সরকারীভাবে নানান কার্যক্রম চলমান রয়েছে। পর্যটনের পরিবেশ বজায় রেখে সকলকে ব্যবসা করতে হবে। সে লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ আপনাদের সহযোগিতা প্রদাণের জন্য সর্বদা সচেষ্ট রয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, বাংলাদেশের উন্নয়নে আমাদের সকলকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করে যেতে হবে, এ সুন্দর দেশটি আমাদের সকলকে গড়তে হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্হিত ছিলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম, বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ আবদুস সালাম ও কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। এ সভায় আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট মালিক, রেস্টুরেন্ট মালিক, টোয়াক, ছাতা বেঞ্চ মালিক সমিতি, ট্যুরিস্ট বোট মালিক সমিতি সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অংশগ্রহনকারী বিভিন্ন স্টেকহোল্ডারগন ট্যুরিস্ট পুলিশের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং টুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের জনবল বৃদ্ধি ও অন্যন্য লজিস্টিক সাপোর্ট বৃদ্ধির দাবি জানান। এর আগে ট্যুরিস্ট পুলিশ প্রধান কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ট্যুরিস্ট পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং উপস্হিত ট্যুরিস্ট পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে তিনি ট্যুরিস্ট পুলিশের জোন অফিস পরিদর্শন করেন এবং অফিসার ও ফোর্সদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com