নরসিংদী গণপূর্ত অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের সাথে তামাশার অভিযোগ

হাজী জাহিদ, নরসিংদী || ২০২৩-০১-১৮ ০০:৫৪:৩২

image
নরসিংদী গণপূর্ত অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ও ঠিকাদারের বিরুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তামাশা করার অভিযোগ উঠেছে। সরেজমিন গিয়ে দেখা যায় , নরসিংদী সদরের স্লোইজ গেইট এলাকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও সালাম '৭১ -এর মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধে শহীদ হন । সরকারি উদ্যোগে স্মৃতিসৌধ নির্মাণ করেন নরসিংদীর গণপূর্ত অধিদপ্তর কিন্ত স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের নেমপ্লেটে একাধিক ভুল রয়েছে । এ ব্যাপারে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে যোগাযোগ করলেও তাদেরকে পাত্তা দিচ্ছে না এবং হুমকি ধামকি দিচ্ছে বলে জানিয়েছেন । আমাদের এ প্রতিবেদককে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন জানান, মুক্তিযুদ্ধাদের নিয়ে তামাশা করছে গণপূর্ত অধিদপ্তর ও তাদের ঠিকাদার । শহীদদের নাম ফলকে একাধিক ভুল রয়েছে , এটা তাদেরকে পরিবর্তন করে দিতে বললে তারা টালবাহানা করে বেড়াচ্ছে । অত্র এলাকার নাজিমুদ্দিন জানান , স্মৃতিসৌধের কাজটি তেমন ভালো হয়নি পাশাপাশি নেমপ্লেটে ভুল করেছে তারা, আমরা বলেছি সংশোধন করে দেয়ার জন্য কিন্তু আমাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান , গণপূর্ত অধিদপ্তর দায়সারা গোছের কাজ করেছে এবং তাদের খাম খেয়ালিতে মুক্তিযোদ্ধাদের অপমান হয়েছে । অপরদিকে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশিদের ভাই বীর মুক্তিযোদ্ধা কিরণ জানান , এ ভুল আমরা ধরিয়ে দিয়েছি তারা পরিবর্তন করে দিবে বলে জানিয়েছেন কিন্তু তারা তালবাহানা করছে । এ ব্যাপারে বক্তব্য নিতে গিয়ে তিন দিন অফিসে গেলেও গণপূর্ত অফিসের কর্মকর্তাকে পাওয়া যায়নি।অন্যরা জানিয়েছেন আমাদের বক্তব্য দেয়ার অধিকার নেই স্যার বাইরে আছেন । আমাদের এ প্রতিবেদক তিন দিন অফিসে গিয়েও তাদের সাক্ষাৎ পায়নি । এ বিষয়ে এলাকাবাসী ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com