ব্রাহ্মণবাড়িয়ায় মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে পুলিশের এসআই গুরুতর আহত
মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া ||
২০২৩-০১-১৫ ১০:০২:৩১
ব্রাহ্মণবাড়িয়ায় এক মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে পুলিশের এস.আই আতিকুল্লাহ গুরুতর আহত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী সাইদুল ওই গ্রামের ফজলুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে সাইদুল তার মা ও বাবাকে একটি ঘরে আটকে ঘরে আগুন দেয়ার চেষ্টা করে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরবন্দী মা ও বাবাকে উদ্ধার করে। পরে সাইদুলকে আটক করতে গেলে সে তার হাতে থাকা ছুরি দিয়ে সদর মডেল থানায় দায়িত্বরত সাব ইন্সপেক্টর (এস.আই) আতিকুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। পরে পুলিশ সাইদুলকে আটক করে এবং গুরুতর আহত এসআই আতিকুল্লাহকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন জানান, হামলাকারী ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। তাকে আটক করা হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357