পাবনায় উত্তরণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধিঃ ||
২০২৩-০১-০৮ ০৭:৫৯:২৮
গত ২৯ ও ৩০ ডিসেম্বর পাবনা জেলা পরিষদ রশিদ হলে অনুষ্ঠিত হয়েছে দুদিন ব্যাপি উত্তরণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২২।
"লেখকের লেখনি হোক সমাজ সংস্কারের হাতিয়ার" এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা ও ভারতের বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, নাট্যকার, অভিনয়শিল্পী দের অংশ গ্রহণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের অন্যতম কথাসাহিত্যিক জাকির তালুকদার।
দ্বিতীয় দিন ৩০ ডিসেম্বর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, দুইদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পাবনা'র প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গল্পকার, গীতিকার, প্রাবন্ধিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়।
উত্তরণ পাবনা'র ১৪ তম বর্ষপূর্তি ও ১৫ তম বর্ষে পদার্পনে আয়োজিত উত্তরণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে দুইদিনের মঞ্চ আলোকিত করেছেন প্রথম দিন মেজর জেনারেল অবঃ ডাঃ রবিউল হোসেন (সিনিয়র সহ সভাপতি, পাবনা ডেভলপমেন্ট ফোরাম) এ্যাড তসলিম হাসান সুমন (সভাপতি পৌর আওয়ামী লীগ) আখতার জামান (সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ সরকারি মহিলা কলেজ) মোঃ আবুল কাশেম (সাবেক সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা) রুহুল আমিন বিশ্বাস রানা (ব্যাবস্থাপনা পরিচালক রানা গ্রুপ) এ বি এম ফজলুর রহমান (সভাপতি পাবনা প্রেসক্লাব) কবি ও শিক্ষাবিদ এনামুল হক টগর (সভাপতি আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো পাবনা)।
দ্বিতীয় দিন আলী নিয়ামত (প্রধান সম্পাদক দৈনিক বঙ্গজননী) মোঃ বিপ্লব হোসেন (ব্যাবস্থাপনা পরিচালক সাউথ কর্ণার প্রোপ্রাইটিজ লিঃ) রোটাঃ মোঃ মাহবুবুল আলম ফারুক (ব্যাবস্থাপনা পরিচালক এস এম ফুড এন্ড বেভারেজ) মোঃ আলী আকবর মিঞা রাজু (ইনস্ট্রাক্টর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ) মোঃ সুমন আলী (সভাপতি মিডিয়া এ্যাসোসিয়েশন) ভারত থেকে আগত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ড.পিনাকী বসু, কবি ও কণ্ঠশিল্পী মুকুট চক্রবর্তী, কবি গবেষক ও ঔপন্যাসিক সুকেশ কুমার মন্ডল, কবি ও বাচিকশিল্পী পুস্পিতা চট্টোপাধ্যায়, কবি ও চিকিৎসক ডা. সুকুমার মাইতি, বিশিষ্ট সাংবাদিক নয়ন মান্না লায়ন, কবি বিকাশ যশ, কবি মোমিনুল ইসলাম, শ্রীমতি অর্চনা মাইতি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উত্তরণ পাবনার সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য কবি পলাশ আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য দেন উত্তরণ পাবনা'র সাধারণ সম্পাদক সৈয়দা জহুরা ইরা।
আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে প্রকাশিত সম্মেলন স্বরণিকা উত্তরণ কণ্ঠ, উত্তরণ পাবনা'র উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক মীর্জা গোলাম রব্বানী রচিত কাব্যগ্রন্থ কাব্য মন্জ্ঞুরি, কবি রবিউল হোসেন রচিত ডা. বেলায়েত হোসেনের আত্মজীবনী ও প্রসঙ্গ কথা ও ভারতের লেখক, গবেষক সুকেশ কুমার মন্ডল এর গবেষণা গ্রন্থ তপোভুমি হিমায়েত পুর ৪ টি বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠানে কবি কণ্ঠে কবিতা পাঠ, মুক্ত আলোচনা সাহিত্য চর্চা ও বর্তমান প্রেক্ষাপট, প্রবন্ধ পাঠ, কবিতা আবৃত্তি এবং সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় বিশেষ অবদানের জন্য কবি ওমর আলী সাহিত্য পদক ও কবি রজনী কান্ত সেন সাহিত্য পদক প্রদান করা হয়।
প্রাণবন্ত অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সৈয়দা জহুরা ইরা, পলাশ আব্দুল্লাহ, সোনিয়া হালিম। অভ্যর্থনায় ছিলেন উত্তরণ পাবনা'র সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবন্তী মায়া, সদস্য নীলিমা নীল, অর্থ সম্পাদক কবি ও গীতিকার মরিয়ম বেলারুশি ও সহ সাধারণ সম্পাদক মোঃ রুদ্র বিশ্বাস।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে উত্তরণ পাবনার সদস্য খুদে ডান্সার সুপ্ত নীড় ও সোনার বাংলা মা একাডেমির শিশু কিশোর দের নৃত্য বাংলাদেশ ও ভারতের অতিথি দের উচ্ছ্বসিত প্রশংসা কুড়ায়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357