ভোলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলাসহ ১১ দফা দাবিতে সংবাদ সম্মেলন
মোঃ জহিরুল হক, ভোলা ||
২০২৩-০১-০৬ ১১:৪৩:৫৭
ভোলায় পৌর এলাকায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা সহ ১১ দফা দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার সকালে ভোলা সদর রোডে “সুজন” এর অস্থায়ী কার্যলয়ে ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় তারা বলেন, ভোলায় একের পর এক গ্যাস কূপ খনন হচ্ছে। সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ এখানে বিপুল পরিমাণ গ্যাস মজুত রয়েছে ভোলায়। কিন্তুু ভোলার গ্যাস, ভোলায় দেয়া হচ্ছে না। সেই গ্যাস দিয়ে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা সহ ইপিজেড গড়ে তোলার পদক্ষেপ গ্রহন করার কথা বলেন। ভোলায় যে গ্যাস রয়েছে সেটা ভোলাবাসি গ্যাস ব্যবহারের দাবিদার। কিন্তু এই গ্যাস ভোলার মানুষ গৃহস্থলের কাজে ব্যবহারের জন্য পাচ্ছে না। গ্যাস সংযোগ প্রদান এর জন্য ২০১৩ সালে ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান শুরু হয়। ইতিমধ্যে ২৩শ’ পরিবার গ্যাস সংযোগ প্রদানও করা হয়। পরবতির্তে ১২শ’ পরিবার ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমা দিয়েও দুই বছর ধরে বাসাবাড়ি গ্যাস পাচ্ছেনা। তাই দ্রুত সরকারে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সংযোগ দেওয়ার দাবী জানায়। এসময় বক্তারা ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমাদানকারী পরিবারকে জরুরি ভিত্তিতে গ্যাস সংযোগ দেয়া, গ্যাস সংযোগের জন্য আবেদনকারীদের সংযোগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি সভাপতি মোবাশ্বের উল্যাহ চৌধুরী, সাধারন সম্পাদক আবদুল জলিল নান্টু, আরটিভি ও যুগান্তর জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু. সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের প্রমুখ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357