বঙ্গবন্ধু মানমন্দির প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য দাবিতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধিঃ ||
২০২২-১২-৩১ ০৩:৪৯:২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়ায় বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র তথা মানমন্দির নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রস্তাবিত প্রকল্পের জমিতে প্রায় শতাধিক জমি মালিক এ মানববন্ধন করেন। তাদের সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধন চলাকালে ভাঙ্গারদিয়া মৌজার জমি মালিক মোঃ ফারুক হোসেন বলেন, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে দেয়া নোটিশে আমরা এই জমিতে বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মাণের কথা জানতে পারি। তিনি বলেন, সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা চাই আমাদের যেনো জমির ন্যায্য ক্ষতিপূরণ যাতে দেয়া হয়।
রেজাউল মাতুব্বর নামে আরেকজন জমি মালিক বলেন, বংশ পরম্পরায় আমরা এই জমি আবাদ করে জীবিকা নির্বাহ করছি। এই জমি ছাড়া আমাদের অন্য কোন অবলম্বন নেই। এই জমির ক্ষতিপূরণ পেলে সেই টাকা দিয়ে আমাদের অন্যত্র জমি কিনতে হবে।
আমেনা বেগম নামে একজন বিধবা নারী বলেন, ৯ বছর আগে আমি ৮ লাখ টাকায় এক বিঘা জমি কিনেছি। এখন আমাকে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ দিলে আমার ক্ষতি হয়ে যাবে। তিনি বলেন, তাদের জমি তিন ফসলি। প্রতি বছর তিনি ২৮ মন ধান পান এই জমি থেকে।
নুরুল্লাগঞ্জ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম শাহাবুর বলেন, ২০১৩ সালের তালিকা অনুযায়ী এই জমির মৌজা দর ১৫ হাজার টাকা। কিন্তু বর্তমানে এই জমির বাজার দর ৭৫ হাজার টাকার মতো। তাই সরকারি হারে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ দিলে জমি মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
নুরুল্লাগঞ্জ ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার সরোয়ার মাতুব্বর বলেন, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেছেন। তারা বর্তমান বাজার মূল্য অনুযায়ী অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ দাবি করেন।
এব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিমউদ্দিন বলেন, এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার। জমি মালিকদের কোন দাবি থাকলে সেটি আগেই বলা উচিত ছিলো। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে তাদের বিষয়টি বিবেচনা করবেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357