সিরাজগঞ্জে ট্রেন -বাস সংঘর্ষে নিহত ১
নাজমুল হোসেন, সিরাজগঞ্জ ||
২০২২-১২-২৯ ০৬:৫৬:০৩
সিরাজগঞ্জে বাসের সঙ্গে পদ্মা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গঠিত এ কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী ইঞ্জিনিয়ার আহসান রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘ট্রেন ও বাস সংঘর্ষের ঘটনা তদন্তে বিভাগীয়ভাবে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পাকশী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. সিপন আলীকে। তার নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি তদন্ত করবে। আগামী তিন দিনের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।’
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী স্টেশনের সদানন্দপুর কড্ডার মোড় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগমী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় বাসের এক যাত্রী নিহত ও ১৫ জন আহত হন। আহতদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত বাবুল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বাসটির সুপারভাইজার ছিলেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদ। দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ওই ব্যক্তিকে আর্থিকভাবে ১০ হাজার টাকা সহায়তা করেছে জেলা প্রশাসন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357