সিরাজগঞ্জে পচা মাংস দিয়ে বিরিয়ানি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ || ২০২২-১২-২৮ ০৯:২০:১৮

image

সিরাজগঞ্জের বেলকুচিতে পচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে ঢাকা হাজি বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ কেজি কাঁচা মাংস ও রান্না করা বিরিয়ানি জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলা মুকুন্দগাঁতী বাজারে ঢাকা হাজি বিরিয়ানি হাউজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ·িকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবানী সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান নবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, মুকুন্দগাঁতী বাজারের ঢাকা হাজি বিরিয়ানি হাউজ দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযান পরিচালনা করে ১৫ কেজি পচা মাংস ও রান্না করা বিরিয়ানি জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com