দিনজপুরের ঘোড়াঘাট ও ফুলবাড়ী উপজেলায় ১ হাজার ৮০০ স্থানীয় গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিহাট কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি একই স্থানে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্য ঔষধ বিতরণ করে সেনাবাহিনী।
ঘোড়াঘাটে বস্ত্র বিতরণ শেষে সেনাপ্রধান সাংবাদিকদের বলেন বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে এ ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুস্পষ্ট ভাবে বলেছেন শীতকালীন প্রশি¶নের পাশাপাশি সেনাবাহিনীকে জনগনের কাছাকাছি যেতে হবে। মানুষের উপকার করতে হবে। আমরাও চেষ্টা করছি জনকল্যাণকর কাজ করতে।’
এর আগে সেনাপ্রধান হেলিকপ্টার যোগে ডুগডুগিহাট এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ আল মামুন। শীতবস্ত্র বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান শীতকালীন অনুশীলন ক্যাম্প ও মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন কার্যক্রম পরির্দশন করেন।
এর আগে ফুলবাড়ী উপজেলায় ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা চকচকা সরকারি প্রথামিক বিদ্যালয় মাঠে ১ হাজার ৮শ অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন ও এলাকার অসহায়, দু:স্থ ও গরীব-দু:খী মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের ল¶ে ফ্রি-মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।
এসময় কোয়াটার মাষ্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল মো: খালেদ আল-মামুন এবং জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার রংপুর মেজর জেনারেল মো: ফয়জুর রহমান উপস্থিত ছিলেন
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]