হিলিতে অটো ছিনতাইয়ের পর চালককে ছুরিকাঘাত করে হত্যা
মুসা মিয়া, হিলি (দিনাজপুর) ||
২০২২-১২-২৭ ০২:০৬:১৯
দিনাজপুরের হিলিতে যাত্রী বেশে অটো ছিনতাইয়ের পর মফিজার রহমান (৬০) নামের চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে অটোরিকশাটি জব্দ করেছে।
সোমবার রাত ১১ টার দিকে হিলি হাকিমপুর উপজেলার হিলি -ঘোড়াঘাট সড়কের জামতলি আদিবাসী মিশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া।
নিহত মফিজার রহমান (৬০) হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া এলাকার মৃত আজিজার রহমান ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন, সোমবার রাতে হিলি থেকে দুইজন যাত্রী নিয়ে উপজেলার মনসাপুরের দিকে রওনা দেন মফিজার রহমান। পরে তারা পৌরসভার জামতলি মিশন এলাকায় পৌঁছালে অটোতে থাকা যাত্রী দুজন চালককে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় অটোটি জব্দ করা গেলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, ৯৯৯ ফোন পেয়ে পুলিশের একটি টিম ছুরিকাঘাত অবস্থায় চালক মফিজার রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবং আজ মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357