২৪ লাখ টাকার হেরোইনসহ আটক ১
নাজমুল হোসেন, সিরাজগঞ্জ ||
২০২২-১২-২৬ ০৮:২৫:৫৪
সিরাজগঞ্জে মহাসড়কে অভিযান চালিয়ে ২৩৯ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সদস্যরা।
রোববার (২৫ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সদর উপজেলার সয়দাবাদ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে এ অভিযান চালানো হয়।
আটক সাইফুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চরবয়ারমারী আমিনপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মুহিদুর রহমান খাঁন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে যার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে মাদক সরবরাহ করে আসছিলেন। এ ব্যাপারে মামলা দায়েরের পর বঙ্গবন্ধু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357