পাবনার দুইজন ট্রেনে কাটা পরে মৃত্যু
পাবনা প্রতিনিধিঃ ||
২০২২-১২-২২ ১০:০৮:৫৪
বাসের ধাক্কা থেকে বাঁচলেও ট্রেনে কাটা পড়ে মারা গেলেন পাবনার কাশিনাথপুর ও সুজানগরের দুইবন্ধুর।
জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেল সড়কের টাঙ্গাইলের হাতিয়ায় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে কালিহাতী উপজেলার সালনা ইউনিয়নের হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে সাহাদত সিকদার ওরফে সাগর (২৯) ও একই জেলার সুজানগর উপজেলার হাফেজপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে সজিবুর রহমান সজিব (৩০)। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহতরা বুধবার রাতে প্রাইভেটকারযোগে ঢাকা হতে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌছালে অপর একটি বাস ওভারটেক করার চেষ্টা করলে ধাক্কা দেয়, এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি নিয়ে মহাসড়কের পাশে জমিতে নেমে যায়। পরে দুই বন্ধু প্রাইভেটকার থেকে নেমে রেল লাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা নিহত হন।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে মরদেহ নেয়ার আবেদন করলে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357