বর্তমানে ৫০-৬০ টি আসনে ইভিএম-এ নির্বাচনের সক্ষমতা রয়েছে ইসি‘র

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী || ২০২২-১২-২২ ০৭:৪৩:১৭

image

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিব উল আউয়াল বলেছেন বর্তমানে ৫০ থেকে ৬০ টি আসনে ইভিএমে নির্বাচনের সক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। আরো ইভিএম মেশিন কেনার জন্য সরকারের কাছে আর্থিক বরাদ্দ চাওয়া হয়েছে আর ওই বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নতুন মেশিন কিনে আগামী সংসদ নির্বাচনে ১৫০ টি আসনে ইভিএম‘এ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছেন । তিনি ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের দরবার হলে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। 

পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম‘র সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কিছু ইভিএম মেশিন নষ্ট হয়েছে।  এর মধ্যে কিছু কিছু মেশিন মেরামতযোগ্য আর কিছু একবারেই বিনষ্ট। এ মেশিনগুলো জাতীয় সম্পদ। এগুলো যথাযথভাবে সংরক্ষণের জন্য সরকারের কাছে একটি প্রকল্প দাখিল করা হয়েছে যা এখন পরিকল্পনা কমিশনে আছে। ওই প্রকল্পটি অনুমোদিত হলে ইভিএম মেশিনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। এতে দেশের অর্থ সাশ্রয় হবে। তিনি আরো বলেন, বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের একাধিকবার অনুরোধ জানানো হয়েছে কিন্তু বিএনপি আমাদের সে অনুরোধ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। তারা নির্দলীয় সরকারের অধীনে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে অনড়। এক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে বিএনপি বা কোন রাজনৈতিক দলের সাথে সংলাপের আর কোনো সুযোগ নেই। তিনি বলেন স¤প্রতি বিএনপি'র ছেড়ে দেয়া সংসদীয় আসনগুলোতে ইভিএম‘এ নির্বাচন গ্রহণ করা হবে তবে ওইসব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের আর্থিক সঙ্গতি কমিশনের আপাতত নেই। 

সভায় বিশেষ অতিথি হিসেবে নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর পুলিশ সুপার সাইদুল ইসলাম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনসহ সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বুধবার তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]