দুর্গাপুরে ব্র্যাকের বাল্য বিবাহ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত
মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী ||
২০২২-১২-২২ ০৫:৩৯:০৩
২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটি ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির যৌথ আয়োজনে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচি'র সহযোগীতায় বাল্য বিয়ে প্রতিরোধ ও প্রশাসনের সাথে সমন্বয় সাধন, বাল্য বিবাহের চ্যালেঞ্জ, ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ, বাল্য বিয়ে প্রতিরোধে সমন্বিত কার্যকরী উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহি অফিসার মো. সোহেল রানা'র সভাপতিত্বে বিবাহ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, ইউপি চেয়ারম্যান ডা. শফিকুল আলম শফি, আবুল কালাম আজাদ, রিয়াজুল ইসলাম রেন্টু, জাহাঙ্গীর আলম সম্রাট, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচি'র চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী'র ডেপুটি ম্যানেজার জলিলুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচি'র দুর্গাপুর উপজেলার এসোসিয়েট অফিসার এম, এ, ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, পল্লী বিদ্যুৎ সমিতির দুর্গাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইদুর রহমান, দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নুরুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, দুর্গাপুর পৌরসভা নিকাহ রেজিস্টার নাজমুল হক, উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা শিক্ষা অফিসার মোকলেসুর রহমান, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সদস্য, চ্যানেল সিক্স বাংলা টেলিভিশনের রাজশাহী জেলা ক্যামেরা পার্সন শাহাবুদ্দিন মোল্লা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357