দেশের সর্বকনিষ্ঠ মেয়র সাজেদুর রহমান মিঠু'র শপথ গ্রহণ

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী) || ২০২২-১২-১৮ ০৪:২৪:২০

image

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নবনির্বাচিত দেশের সর্বকনিষ্ঠ পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু'র শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে নির্বাচিত পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু'র শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌর মেয়র সাজেদুর রহমান মিঠুকে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ (এনডিসি)।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) এ,এন,এম মঈনুল ইসলাম, স্থানীয় সরকারের পরিচালক (যুগ্ন সচিব) মো. এনামুল হক, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. রাকিবুল হাসান সহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

নবনির্বাচিত মেয়রের শপথ বাক্য অনুষ্ঠানে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, যুবলীগ নেতা আরাফাত হোসেন দাদু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি যুবলীগ নেতা খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এসএম মাসুদ রানা, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শামীম ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোস্তাফিজুর রহমান অনিক, মৃত্যুঞ্জয়, পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওস্তাদ মশিউর রহমান মানিক, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, ইয়াদ আলী, মিজানুর রহমান মিন্টু, পৌরসভা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ান রিদয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা, সদস্য সৌমিক, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, সাবেক সাধারন সম্পাদক শিমুল ইসলাম, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান সরকার আকাশ প্রমূখ।

প্রসঙ্গতঃ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন পর পর তিনবার পৌর মেয়র নির্বাচিত হোন। তৃতীয়বার নির্বাচিত হওয়ার দেড় বছরের মাথায় গত ২১ আগষ্ট তিনি মৃত্যুবরন শূন্য হওয়া পৌর মেয়রের আসনে গত ১৬ নভেম্বর উপ নির্বাচনের তারিখ ঘোষনা করে নির্বাচন কমিশন। পরপর তিনবারের নির্বাচিত প্রয়াত পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক তোফাজ্জল হোসেনের রাজনৈতিক অসামন্য অবদানের জন্য শূন্য হওয়া মেয়র পদে প্রয়াত মেয়র তোফাজ্জল হোসেনের কনিষ্ঠ পুত্র দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেধাবী ছাত্রনেতা সাজেদুর রহমান মিঠু'কে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দলীয় মনোনয়ন দিলে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয় প্রয়াত মেয়র পুত্র সাজেদুর রহমান মিঠু। 

শপথ গ্রহন শেষে মেয়র সাজেদুর রহমান মিঠু বলেন, পৌরসভায় পিতার রেখে যাওয়া চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে দুর্গাপুর পৌরসভায় জনগণের সকল সেবা নিশ্চিত করার পাশাপাশি পৌরসভাকে ডিজিটাল মডেল পৌরসভায় রূপান্তরিত করতে পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মেয়র সাজেদুর রহমান মিঠু।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com