সাইবার প্রতারণা: ২ নাইজেরিয়ানসহ গ্রেপ্তার তিনজন

নিজস্ব প্রতিবেদক: || ২০২০-০৭-২৩ ০৩:০০:৪৯

image

সাইবার প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই নাইজেরিয়ান নাগরিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করে ডিএমপি'র সাইবার অপরাধ তদন্ত বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো: আলবার্ট ইকেচুকু (৩১), ওকে চুকু (২৮) ও নুপুর খাতুন (২৩)। এসময় তাদের কাছ থেকে প্রতরাণার কাজে ব্যবহৃত ফেসবুক আইডিসহ বিভিন্ন ডিজিটাল আলামত, মোবাইল ফোন, ল্যাপটপ এবং প্রচুর ব্যাংকের স্লিপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রতারণার জন্য আলবার্ট প্রথমে ফেসবুকে বিভিন্ন মানুষকে ফেইক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাতো। তারপর টার্গেট করা ব্যক্তি যখন রিকোয়েষ্ট একসেপ্ট করতো, তখন তার সঙ্গে নিজেকে বিদেশি নাগরিক/অ্যামেরিকান নাগরিক পরিচয়ে ম্যাসেঞ্জারের মাধ্যমে ম্যাসেজ আদান প্রদান করতো।

একপর্যায়ে গিফট পাঠানোর কথা বলে কৌশলে তার নিকট হতে ই-মেইল এড্রেস এবং নাম ঠিকানা সংগ্রহ করতো এবং তারপর কয়েক দিন পর ভুয়া গিফটের ছবি তুলে তার ম্যাসেঞ্জারে ছবি পাঠিয়ে বলতো পার্সেল প্রেরণ করা হয়েছে যা ঢাকা বিমানবন্দর থেকে গ্রহণ করতে হবে। আর আরেক আসামি নুপুর কাস্টমস অফিসার সালমা বলে নিজেকে পরিচয় দিয়ে ভিকটিমকে ফোন করে বলতো, স্যার আপনার নামে একটি পার্সেল আসছে, আমরা আপনার ঠিকানা যাচাই করার জন্য ফোন করেছি।

আপনার ঠিকানা মিলিয়ে নেন, তারপর বলতো স্যার আপনার ঠিকানায় পার্সেলটি পৌঁছে যাবে। তারপর কিছুক্ষণ পর আবার ফোন করে বলতো স্যার আমরা আপনার পার্সেলটি স্ক্যান করে অনেক ডলার ও সোনা পাওয়া গেছে, এগুলো অবৈধভাবে বাংলাদেশে আসছে, এগুলো বৈধ করতে হলে আপনাকে সরকারি ট্যাক্স বাবদ টাকা জমা দিতে হবে।

আর যদি টাকা জমা না করেন তাহলে মানি লন্ডারিং মামলা হয়ে যাবে বলে ভয় দেখাতো এবং ভিকটিমকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতো টাকা প্রেরনের জন্য। এছাড়া, আলবার্টকে সিম সরবরাহ করা ছিল ওকে চুকুর প্রধান কাজ। তাছাড়া বিভিন্ন ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তথ্য সরবরাহ করতো সে।

পুলিশ আরও জানায়, এই চক্রটি গত দুই বছরে কোটিরও অধিক টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে পল্লবী থানায় সাইবার আইনে মামলা করা হয়েছে। এদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।

 

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com