বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে "বীর নিবাস" নিয়ে মানহানিকর মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী) || ২০২২-১২-১৬ ০৭:০২:০৪

image

রাজশাহীর দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে "বীর নিবাস" নিয়ে মানহানিকর মিথ্যা সংবাদ প্রচার করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে মানববন্ধন করেছে দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। 

১৬ই ডিসেম্বর শুক্রবার ১১টায় দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা  সংবাদ প্রচার করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে মানববন্ধন করেছে দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সেলিম রেজা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারে সহযোগিতা করা ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম বলেন, তিনি যুদ্ধকালীন দুর্গাপুর উপজেলার ডেপুটি কমান্ডার ছিলেন তিনি জানেন মুক্তিযুদ্ধে কার অবদান কেমন ছিল এবং কার পারিবারিক অবস্থা কেমন। তিনি সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস নামক ১২ জন মুক্তিযোদ্ধার তালিকা চাওয়া হয় । 

পরবর্তীতে সকল মুক্তিযোদ্ধাকে ডেকে সকলের মতামতের ভিত্তিতে ১২ জনের নাম পাঠানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ১ম পর্যায়ে ৯ জনের বরাদ্দ দেয়া হয় এবং জানানো হয় পরবর্তীতে বাকি তিনজনের বরাদ্দ প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস দেয়া হবে। 

তিনজনের নাম বাদ পড়া প্রসঙ্গে তারা বলেন, ১২ জন থেকে প্রথম ধাপে কোন ০৯  জনকে দেয়া  হবে  তা সকল মুক্তিযোদ্ধাগণ ও কমিটি বসে ঠিক করে দেয়।

প্রথম ধাপে ১২ জনের নাম বাছাইয়ের সময়  সকল মুক্তিযোদ্ধাকে ডাকা হয় পরবর্তীতে প্রথম ধাপের  ৯ জন মুক্তিযোদ্ধা নির্বাচনে সকল মুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশদেরকে কে ডাকা হয়। প্রত্যেকের অবস্থা যাচাইয়ের জন্য ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়।

নিযুক্ত ট্যাগ অফিসার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পারিবারিক অবস্থা যাচাই-বাছাই করে বাদ পড়া তিনজনের অবস্থা তুলনামূলক ভালো হওয়ায় দ্বিতীয় ধাপের জন্য তাদের নির্বাচন করা হয় এবং  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে  নিয়ে টেগ অফিসার যাচাই-বাছাই শেষে ৯ জনের তালিকা উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভা ডেকে বীর মুক্তিযোদ্ধাগণের সর্বসম্মতিক্রমে প্রথম ধাপের জন্য ৯ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা মোতাবেক রেজুলেশন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পত্র পাঠান উপজেলা নির্বাহী অফিসার।

দুর্গাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগনের মধ্যে যারা প্রকৃত "বীর নিবাস" নামক বাড়ি পাওয়ার যোগ্য তাদের নামেই দেওয়া হয়েছে বলেও বক্তব্যে বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

তিনি আরো বলেন, এক শ্রেণীর ষড়যন্ত্রকারী স্বার্থন্বেষী কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিভেদ সৃষ্টির পাঁয়তারা সহ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর চেষ্টা করছে।

এতকিছুর পরও যারা "বীর নিবাস" পেলেন সে সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জোর করে সচ্ছল বানাতে চান, পত্রিকায় সংবাদ প্রকাশসহ মানববন্ধন করেন তাদের আর বলার কিছুই নাই।  নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যারা এরকম কাজ করে তাদের সবার স্বার্থ ভেবে দেখা  এবং সরকারকে সহযোগিতা করা উচিত মর্মে দুঃখ প্রকাশ করেছেন বীর নিবাস পাওয়া ৯জন বীর মুক্তিযুদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধাগণ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দল। এই সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা বাড়ানো,  মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানের সন্তানদের জন্য লেখাপড়া ও চাকরির জন্য কোটার সুবিধা, মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন বাড়ি নির্মাণ করছে। ইতিমধ্যেই ১২ জনের তালিকা থেকে বাদ পড়া তিনজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি বীর নিবাস নির্মাণ করার জন্য দুর্গাপুর উপজেলা হতে চাহিদা পত্র পাঠানো হয়েছে তারপরও তিনি নিজেই বাদ পড়া ৩জনের নামে বীর নিবাস নির্মাণ করে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর ডিও লেটার প্রদান করেছেন। এতো টেনশনের কোন কাজ নেই, পাঠানো চাহিদা পত্র মোতাবেক আগামীতে তিনজনের বাড়ির বরাদ্দ আসবে, মুক্তিযোদ্ধাদেরও কারো কথায় কান দিয়ে প্ররোচনায় না পড়ার জন্য আহ্বান জানান সংসদ সদস্য।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com