রাজশাহী জেলা পরিষদের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রাজশাহী প্রতিনিধি: ||
২০২২-১২-১৪ ১০:৪০:৩২
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ বুদ্ধিজীবী ও শহীদ বীর মুুক্তিযোদ্ধাদের স্মরণ এক মিনিট নীরবতা পালন করেন। জেলা পরিষদ চেয়ারম্যান সহ পরিষদে উপস্থিত সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় ডিসেম্বর বিজয়ের মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ বুদ্ধিজীবী ও লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা মীর ইকবাল বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন জাতি মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকান্ড শিকার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানের হানাদার বাহিনী জাতিকে মেধাশুন্য করার ঘৃণ্য চক্রান্তকারী তারা তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল সামশদের নিয়ে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক,ক্রীড়াবিদ, সরকারী কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সাজেদা বেগম, আব্দুর রশিদ,মাইনুল ইসলাম,তফিকুল ইসলাম,শিউলী রানী সাহা, সুলতানা পারভীন রিনা। রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান, এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এজাজুল আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357