বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় ফরিদপুরে সাংবাদিক তমিজউদদীন তাজকে সম্মাননা প্রদান
ফরিদপুর প্রতিনিধিঃ ||
২০২২-১২-১৪ ০৬:২১:২৮
দীর্ঘ ৪৭ বছর মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়া ফরিদপুরের প্রবীণ সাংবাদিক এস.এম. তমিজউদ্দিন তাজকে সম্মাননা প্রদান করেছে ফরিদপুর জেলা পরিষদ।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে জেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা প্রমূখ।
এ গুণী সাংবাদিক এস.এম. তমিজউদদীন তাজ ১৯৫৪ সালে জন্ম গ্রহণ করেন। তার বাবা মৃত এস.এম. আব্দুস সালাম ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করতেন।
এ প্রবীণ সাংবাদিক ১৯৬৫ সালে প্রাইমারির গন্ডি শেষ করেন। পরে ১৯৭২ সালে ফরিদপুর উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ ও ১৯৭৫ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-কমার্স সম্পন্ন করেন।
পড়ালেখা শেষ করে এস.এম. তমিজউদদীন তাজ ১৯৭৬ সালে যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ হিতৈষী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর দীর্ঘ ৪৭ বছর ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছেন। পেশাগত জীবনে তিনি দৈনিক দেশ জনতা, দৈনিক দেশ বাংলা, দৈনিক মিল্লাত, দৈনিক দিনকাল ও দৈনিক দেশসহ অসংখ্য পত্র-পত্রিকায় ফরিদপুর সাংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তিনি ফরিদপুর প্রেসক্লাবের ৮ বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও ফরিদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য। বর্তমানে ফরিদপুর জেলা পরিষদের মুখপত্র সাপ্তাহিক গণমন পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এস.এম. তমিজউদদীন তাজ সুদীর্ঘকাল থেকে জেলায় সাংবাদিকতা করাসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে চলেছেন। নতুন নতুন সাংবাদিক তৈরি, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ অধিকার আদায়ের ক্ষেত্রে আপোষহীন এক নাম।
পুরস্কার প্রাপ্তির পরে এস.এম. তমিজউদদীন তাজ বলেন, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডের মতো বড় প্লাটফর্মে পুরস্কার পাওয়ায় আমাকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান করেছেন। আমাকে সম্মানিত করায় জেলা পরিষদের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রসঙ্গত, গত ৩০ মে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ১১জন এবং ৬৪ জেলা থেকে ৬৪ জন গুণী সাংবাদিককে সন্মাননা দেওয়া হয়। এসময় প্রবীণ সাংবাদিক এস,এম তমিজউদদীন তাজকে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357