সিরাজগঞ্জে সরকারি জলাশয় থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
নাজমুল হোসেন, সিরাজগঞ্জ ||
২০২২-১২-১৩ ১১:২০:৪৬
সিরাজগঞ্জের এনায়েতপুরে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (৪০) নামে এক শ্রমিককে খুন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাড়ির পাশের সরকারি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে দুটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত গ্রামের মৃত শমসের আলী প্রামানিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ৩ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট শহিদুল ইসলাম পেশায় মাটি কাটা শ্রমিক। ১৪ বছর আগে আজগরা গ্রামের আজমিরা খাতুনকে বিয়ে করেন তিনি। এখন পর্যন্ত তারা নিঃসন্তান। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল।
সোমবার রাতে বাড়ির পাশের বাঁশঝাড়ে তার মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে লাশ খালে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের শ্বশুর নায়েব আলী বলেন, পারিবারিক কলহের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, লাশ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানতে তা মর্গে পাঠানো হয়েছে। পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357