আজ হিলি শত্রু মুক্ত দিবস
মুসা মিয়া, হিলি (দিনাজপুর) ||
২০২২-১২-১১ ০৩:২৮:০২
“ক্ষনিকের জন্য হলেও কাঁদিয়ে তোলে দিনাজপুরের হিলিবাসীকে”।পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, হত্যাযজ্ঞ আর সম্ভ্রম হানির ঘটনা। স্বরণ করিয়ে দেয় সেই ১৯৭১ সালের ১১ ডিসেম্বরের ভয়াল দিনের কথা। আজকের এই দিনে “হিলি শক্র মুক্ত” হয়েছিলো।
এরমেধ্য স্বাধীনতার সুবর্ণজয়নস্তী পেরিয়ে গেলো। এই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সেদিন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো চরম সাহসিকতার সাথে। হানাদার বাহিনী থেমে থেমে মেতে উঠেছিল নির্মম হত্যাযজ্ঞে। আক্রমন চালিয়েছিলো নিরীহ হিলি সীমান্তবর্তীর ওপর। প্রায় এক কিলোমিটার সুড়ুঙ্গো করে সন্মুখ যুদ্ধে মেতেছিলো হানাদা বাহিনী।
হিলির অদূরে মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সাথে হয় প্রচন্ড সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে এখানে শহীদ হয়েছিলেন ৭ নং সেক্টরের ক্যাম্পেট আনোয়ারসহ ৩৪৫ জন মুক্তি সেনা। আহত হয়েছিলেন আরোও ১৪’শ জন। দু’দিনের মুক্তি বাহিনীর তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিলো পাক হানাদার বাহিনী। তাদের সাথে গা ঢাকা দিলো রাজাকার, আলবদর, আলসামস। আজকের এই দিনে আনন্দ উল¬াসে লাল সবুজের পাতাকা উড়িয়ে দিলো এলাকাবাসী।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নির্দেশনায় মিত্র বাহিনীসহ সকল শহীদদের স্বরনে এখানে নির্মান করা হয়েছে স্মৃতিস্তভম্ভ “সন্মুখ সমর”।
প্রতি বছর মুক্তিযোদ্ধারাসহ এলাকাবাসী নিহত মুক্তিসেনাদের স্মৃতি চারণ,রুহের মাগফেরাত কামনাসহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দিনটি পালন করে থাকেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357