ভারতে ৩ দিনব্যাপী আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠক ফলপ্রসূ হয়েছে

মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া || ২০২২-১২-০৯ ০৯:১৩:২৮

image

সীমন্ত হত্যা শূণ্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি ও বিএসএফের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম রিজিয়নের রিজয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী। তিনি শুক্রবার দুপরে আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠক শেষে ভারতের আগরতলা থেকে ফিরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের শূন্য রেখায় এ কথা জানান। তিনি আরো জানান, ৩ দিনের আঞ্চলি কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এতে আমাদের প¶ থেকে (দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম, ময়মনসিংহ ও সরাইল) ও ভারতের বিএসএফের (মেঘালয়, মিজোরাম, কাচার এবং ত্রিপুরা ফ্রন্টিয়ার) আঞ্চলিক কমান্ডাররা অংশগ্রহণ করেন। ৩ দিনব্যাপী দ্বী-পা¶িক সম্মেলনে সীমান্ত হত্যভ শুণ্যে নামিয়ে আনার পাশাপাশি মাদক, অবৈধ সীমান্ত পারাপার, পরিবেশ দূষনসহ বেশ কিছু বিষয় উত্থাপন করা হয়েছে।  

এর আগে প্রতিনিধি দলটি ৩ দিনের সফর শেষে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের শূন্য রেখায় এসে পৌঁছলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে অভ্যর্থনা জানায়।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিজিবি-বিএসএফ আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠকে অংশগ্রহণ করতে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের আগরতলায় যায়।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]