ফরিদপুরে বিসিডিএসের বর্ধিত সভা অব্যাহতিপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধিঃ || ২০২২-১২-০৪ ০৬:৪৫:৩১

image

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) ফরিদপুর জেলা শাখার বর্ধিত সভায় সমিতির প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে সদ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে। তারা এই টাকা ফেরতেরও দাবি জানান।

বিসিডিএসের কেন্দ্রীয় কমিটির পরিচালক ও ফরিদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাজহারুল আলম চঞ্চলের সভাপতিত্বে আজ শনিবার দুপুরে শহরের ঝিলটুলীতে একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সদস্য চৌধুরী কামরুল হাসান, ফরিদপুর ডায়বেটিক হাসপাতাল ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন রনি, মুজিব সড়ক ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার বদিউজ্জামান পলাশ, রায় ফার্মেসির মোঃ গোলাম কিবরিয়া বিশ্বাস, বিএসএমএমসি হাসপাতাল শাখার মোঃ জাহিদুল ইসলাম, হেলিপোর্ট বাজার শাখার মোঃ ইলিয়াস হোসেন, মধুখালীর এজেডএম তানভীর হোসেন, বোয়ালমারীর সৈয়দ মাজেদ আলী, চরভদ্রাসনের মোঃ তৌহিদুল ইসলাম তুহিন, আলফাডাঙ্গার মোঃ হারুন অর রশীদ, নগরকান্দার মোঃ মোকাররম মিয়া, সদরপুরের বাবু ভোলানাথ সাহা, বক্তাগণ বলেন, ৪০ বছর যাবত ফরিদপুরে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি সংক্ষেপে বিসিডিএসের ফরিদপুর জেলা শাখা রয়েছে। গত ১৯ সালে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু এরপর গোপনে ঢাকা থেকে একটি কমিটি পাশ করিয়ে আনা হয় যা সদস্যরাও জানতো না। কিন্তু দীর্ঘদিন একজন ব্যক্তি সংগঠনকে জিম্মি করে রেখেছিলেন। তিনি পদ ভাঙ্গিয়ে টেন্ডারবাজি করেছেন।

তারা অভিযোগ করেন, ফরিদপুরে ওষুধ ব্যবসায়ীদের সমিতিতে সদস্যভুক্তির জন্য ১০ হাজার টাকা, জরিমানা ও অন্যান্য ফি বাবদ স্লিপে টাকা, প্রতিমাসে সদস্য ফি বাবদ একশো টাকা, ১২ হাজার ২শ ফার্মাসিস্টদের নিকট থেকে ৫০০ টাকা করে আদায়, বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ ব্যবসায়ীদের নানা সমস্যাকে পুঁজি করে টাকা আদায় সহ লাখ লাখ টাকা আদায় করা হয়েছে। এর কোন হিসাব নেই। ১ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার টাকার সন্ধান মিলেছে যেই টাকার কোন হিসাব তিনি দিতে পারছেন না। এর বাইরেও আরো অনেক টাকা রয়েছে যার কোন হিসাব নেই। এসব টাকাই তাকে দিতে হবে।

তারা বলেন, বিসিডিএসের কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া লোকাল কোন কমিটি স্লিপে চাঁদা তুলতে পারেনা। কিন্তু তিনি সেই নিয়ম লঙ্ঘন করে টাকা তুলেছেন। তিনি আমাদের জানিয়েছিলেন ন্যাশনাল ব্যাংকে তিনি সমিতির হিসাব খুলেছেন। কিন্তু আমরা ওই ব্যাংকে কোন হিসাব পাইনি। তিনি হিসাব খুলেছিলেন প্রিমিয়ার ব্যাংকে। যেই ব্যাংক থেকে তিনি নিজেই টাকা তুলে নিয়েছেন কাউকে না জানিয়ে।

তারা বলেন, সারা বাংলাদেশের ৩৭টি জেলায়  বিসিডিএসের ৩৭টি ভবন নির্মাণ হয়েছে। কিন্তু ফরিদপুরে আজ পর্যন্ত এই ভবন হয়নি। ফরিদপুরে সমিতির ভবন করার নামে ৪৭ লাখ টাকা কেন্দ্রীয় অফিসে জমা রয়েছে বলে আমাদের জানানো হয়েছে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি তিনি এই টাকা তুলে নিয়েছেন। সমিতির অফিসের নামে ঘর ভাড়া নেয়া হলেও তিনি তার ওষুধের দোকানে সমিতির কার্যক্রম চালিয়েছেন। কিন্তু ওষুধ ব্যবসায়ীদের স্বার্থে কোন পদক্ষেপ নেননি। কোন থানা পর্যায়ে শহর পর্যায়ে কোন কমিটি গঠন হয়নি। সাধারণ কেমিস্টসদের অন্ধকারে রেখে দিয়েছিলেন। তিনি এতোদিন সমিতির নামে ভয়ংকর দুর্নীতি করেছেন।

তারা অভিযোগ করেন, এতোদিন কেন্দ্রে তার নিজস্ব লোক থাকায় আমরা তার এসব অন্যায় ও দুর্নীতির কোন প্রতিবাদ করতে পারিনি। তারা বর্তমান কমিটি বিলুপ্ত করে গণতান্ত্রিক পন্থায় নতুন কমিটি গঠনের দাবি জানান। তারা ওষুধ ব্যবসায়ীদের ক্যাশমেমো প্রদান বাধ্যতামুলক করে এমআরপি নিশ্চিত করার দাবি জানান।

তারা বলেস, ওষুধ ব্যবসায়ীদের বর্তমানে বড় সমস্যা এমআরপি বাস্তবায়ন এবং ভোক্তা অধিকারের অভিযানের নামে হয়রানি। তারা এমআরপি বাস্তবায়ন ও হয়রানি বন্ধের দাবি জানান। তারা মেমো প্রদান বাধ্যতামুলক করার দাবি জানান।

এব্যাপারে অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচনের বক্তব্য জানতে চাইলে তিনি সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, কেন্দ্রের নিয়ম মেনেই স্লিপে টাকা তোলা হয়েছে। খরচের পর সব টাকা কেন্দ্রে পাঠানো হয়েছে। আর তিনি সমিতির পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এছাড়া অন্যান্য অভিযোগগুলোও সঠিক নয় বলে তিনি জানান।

সভার শুরুতে ফরিদপুর বিসিডিএসের প্রয়াত সকল সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com