বান্দরবানে শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উদযাপন
মিঠুন দাশ, বান্দরবান ||
২০২২-১২-০২ ১১:০২:৪০
বান্দরবানে সেনা জোনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। ‘সম্প্রীতির বন্ধন অটুট রাখি সমৃদ্ধ বান্দরবান গডি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুক্রবার সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অরুন সারকি টাউন হলে গিয়ে শেষ হয়। পরে অরুন সারকি টাউন হলের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সহ বান্দরবানের বিভিন্ন জোনের জোন কমান্ডাররা উপস্থিত ছিলেন।
পরে বান্দরবান সেনা জোনের উদ্যোগে স্থানীয় রাজার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় ও গরীব পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ পদাতিক ব্রিগেডের বান্দরবান সেনা জোন শান্তি, স¤প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি-পাহাড়ি মুসলমান ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও সকল ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তথা মুরং, ত্রিপুরা, চাকমা, মার্মা, বম ও তঞ্চঙ্গ্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357