ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া ||
২০২২-১২-০১ ১০:২৬:০৫
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন- জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন বাংলাদেশে রেকর্ড সৃষ্টি করেছে। ঢাকায় যখন এনিয়ে কথা হয়েছে তখন সবাই বলেছেন ‘ব্রাহ্মণবাড়িয়ায় ১ নম্বর ইলেকশন হইছে’। এ কথায় গর্বে বুকটা ভরে গেছে। এক্ষেত্রে সাংবাদিকরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। এছাড়াও কোন বিষয় হলেই আমি আপনাদের সাথে কথা বলেছি, পরামর্শ নিয়েছি। আপনারাও আমাকে ভাইয়ের বন্ধনে রেখেছেন। সেভাবেই আমি সারাজীবন থাকতে চাই। ব্রাহ্মণবাড়িয়া কে আমি আমার দ্বিতীয় জেলা বলেই মনে করবো। তিনি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কর্তৃক তাকে দেয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রেস ক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামি।স্বাগত বক্তৃতা করেন ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপারের সাড়ে ৩ বছরের সাফল্যজনক কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: আরজু ও সৈয়দ মিজানুর রেজা, ক্লাবের আহবায়ক কমিটির অন্যতম সদস্য পীযুষ কান্তি আচার্য, ইব্রাহিম খান সাদাত ও নজরুল ইসলাম শাহজাদা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহিন, সাবেক সহ-সভাপতি শেখ মো: শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, ক্লাবের সদস্য মফিজুর রহমান লিমন, বাহারুল ইসলাম মোল্লা, মনির হোসেন, মজিবুর রহমান খান, নজরুল ইসলাম বিল্লাল, শিহাব উদ্দিন বিপু প্রমুখ। পরে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357