বান্দরবানে ২ কোটি ৭৯ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর
মিঠুন দাশ, বান্দরবান ||
২০২২-১১-২৫ ০২:৫৭:২১
আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, শুধু কথায় নয় কাজেও বিশ্বাসী। পাহাড়ে এমন কোন জায়গা নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। শুক্রবার সকালে বান্দরবান শহরের সুয়ালক এলাকায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে উন্নয়ন কাজের উদ্বোধন কালে এ কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। দূর্গম এলাকার ম্রো সম্প্রদায়ের শিশুদের শিক্ষা অর্জনের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২কোটি ৭৯লক্ষ টাকায় আবাসিক হোস্টেল ভবন, কারিগরি ভবন, হলরুম, সীমানা প্রাচীর, গেইট ও মাঠ উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী আরো বলেন- বর্তমান সরকার পাহাড়ের প্রত্যেক ধর্ম-বর্ণের মানুষের কথা বিবেচনা করে উন্নয়ন করেছেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সিংইয়ং ম্রো’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357