বিডা এবং ডিবিসিসিআই এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক || ২০২২-১১-২২ ০৮:৩৭:৪০

image
ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় আগারগাঁও বিডা কনফারেন্স সেন্টার অনুষ্ঠিত হয়। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, সিনিয়র সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মতিউর রহমান, নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), মার্কেটিং এন্ড কমিউনিকেশন । ডিবিসিসিআই’র পক্ষে মোঃ আনোয়ার শওকাত আফসার, সভাপতি এবং বিডা-এর পক্ষ থেকে মোঃ মতিউর রহমান, নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), বিপণন ও যোগাযোগ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। মোঃ আনোয়ার শওকাত আফসার বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে একটি নতুন যুগের সূচনা হয়েছে। ডিবিসিসিআই এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়, BIDA থেকে অধিভুক্তি পেয়েছে। এখন DBCCI এর সহযোগিতায় ডাচ ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আরও আত্মবিশ্বাসী হতে পারেন। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের সহযোগিতায় যেকোনো ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে রেহাই পেতে ইউরোপে রপ্তানিকারকদের জন্য ডিবিসিসিআই সার্টিফিকেট অফ অরিজিন চালু করবে। DBCCI সভাপতি আসন্ন ইভেন্ট “Bangladesh Investment Road Show in the BENELUX-2023” তুলে ধরেন। যা ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ২০২৩ এ নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং লুক্সেমবার্গে BIDA এবং DBCCI যৌথভাবে আয়োজন করবে৷ পররাষ্ট্র, বাণিজ্য, পানি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণলয়, শিপিং, বিডা, পিপিপিএ, বেজা, বেপজা, হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধিরা, জেডিপিসি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বিএফএলএলএফইএ এবং হাই প্রোফাইল বাংলাদেশি ও ইউরোপীয় ব্যবসায়ীরা এই মেগা ইভেন্টে অংশ নেবেন। সালমান ফজলুর রহমান, এমপি, প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা, বেসরকারি শিল্প ও বিনিয়োগ নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং লুক্সেমবার্গ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বিডা’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সেক্রেটারি) লোকমান হোসেন মিয়া এই প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ব্যবসায়ীদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে। ইপিজেড এবং ইকোনমিক বাংলাদেশে বিদেশী বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ অঞ্চল প্রদান করবে। তিনি বেনেলাক্স অঞ্চলের পাশাপাশি ইউরোপ থেকে এফডিআই আকৃষ্ট করার উদ্যোগের জন্য ডিবিসিসিআই পরিচালনা পর্ষদের প্রশংসা করেন। ডিবিসিসিআই অফিস বিয়ারার আতিকুল হক, সিনিয়র সহ-সভাপতি, শাখাওয়াত হোসেন মামুন, সহ-সভাপতি, শাহীদ আলম, সহ-সভাপতি, আতাউস সোপান মালিক, মহাসচিব, মুহাম্মদ রিসালাত সিদ্দিক, যুগ্ম মহাসচিব, মো. নোয়াভেল বিন রেজা, পরিচালক অর্থ ও অন্যান্য পরিচালনা পর্ষদ মোঃ নাজমুল হক, রবিউল হোসেন, মীর মোহাম্মদ নাসির, মোঃ সায়েম ফারুকী, মাজহারুল হক চৌধুরী এবং মোঃ হারুন-উর- রশিদ বৈঠকে উপস্থিত ছিলেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com