আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ২০২২
নিজস্ব প্রতিবেদক ||
২০২২-১১-২২ ০৮:২৩:৩৯
কাঙ্খিত সোনার বাংলার স্বপ্ন বাস্তাবায়ন করেতে হলে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও বিকশিত করার বিকল্প নেই। সেই প্রত্যয়ে আগামী ২৩-২৪ নভেম্বর দুইদিনব্যাপী ঢাকার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে, বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি) এর উদ্যোগে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশ (এএফডিবি) এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশে প্রথম বারের মত আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ২০২২” অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে আজ (২২ নভেম্বর ২০২২) বিডা’র মিনি কনফারেন্স রুমে ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দসহ, সংশ্লিষ্ট আইপিএ-এর প্রতিনিধি এবং বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি) সভাপতিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৩ নভেম্বর সকাল ১০.০০ ঘটিকায় ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, মাননীয় স্পিকার, বাংলাদেশ সংসদ, প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সন্মেলন ২০২২” আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠানে মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, সালমান ফজলুর রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-র নির্বাহী চেয়ারম্যান, লোকমান হোসেন মিয়া, এফবিসিসিআই-এর সভাপতি মোঃ জসিম উদ্দিন, উইমেনস ইন্ডিয়ান চেম্বার অফ কর্মাসের সভাপতি ডঃ হারবীন অরোরা রাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং মোহাম্মদ আজিজ খান, চেয়ারম্যান সামিট গ্রæপ কী-নোট স্পীকার হিসেবে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি) সভাপতি মিসেস মানতাশা আহমেদ সভাপতিত্ব করবেন।
দুইদিনব্যাপি এ সম্মেলনে বিশ্বের 50টি দেশের ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, কর্পোরেট আইকন এবং নারী উদ্যোক্তাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিনিয়োগ সহযোগী সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, দেশি-বিদেশি ব্যবসায়িক চেম্বার এবং অ্যাসোসিয়েশন এবং সহযোগী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357