ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
মোঃ জহিরুল হক, ভোলা ||
২০২২-১১-১৫ ০৯:১৯:২৫
ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীরকে আহবায়ক, ভোলা পৌরসভার সাবেক মেয়র শফিউল রহমান কিরণকে যুগ্ম আহবায়ক ও সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলমকে সদস্য সচিব করে ১৫/১১/২২২ রোজ মঙ্গলবার বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্যাডে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জেলা বিএনপির বর্তমান কমিটির আহবায়ক গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব রাইসুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত তিন জনের নাম কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। আমরা কেন্দ্রীয় বিএনপির ঘোষিত সকল কর্মসূচি ভোলা জেলায় বাস্তবায়ন করবো।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357