৬৯৮টি অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি ১০৫ কোটি টাকা

নূর আলম, নীলফামারী || ২০২২-১১-১৫ ০৯:০৯:১৫

image
‘দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ শ্লোগানে নীলফামারীতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। মঙ্গলবার দুপুরে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে কেক কেটে সপ্তাহের উদ্বোধন করা হয়। এছাড়া অগ্নিনির্বাপনে দেখানো হয় বিশেষ মহড়া। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম বক্তব্য দেন। দফতরটির উপ-সহকারী পরিচালক এনামুল হকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার ফাইটার জাকারিয়া হোসেন। পরে কেক কেটে সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি। আলোচনা সভায় জানানো হয় গতবছর(২০২১সালে) জেলায় ৬৯৮টি অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে ক্ষয়ক্ষতি হয় ১০৫ কোটি টাকা। এছাড়া ১০৪টি দুর্ঘটনায় আহত উদ্ধার করা হয়েছে ১৪৬জনকে আর নিহত অবস্থায় উদ্ধার করা হয় ২৩জনকে। এছাড়া চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৪৭২টি অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দুই কোটি টাকা। ৬টি ট্রেন দুর্ঘটনায় ১০জনকে এবং নিহত অবস্থায় উদ্ধার করা হয় ৭জনকে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া সপ্তাহের কর্মসুচী চলবে আগামী ১৭নভেম্বর পর্যন্ত। সচেতনতা মুলক প্রচার প্রচারণা ছাড়াও অগ্নিনির্বাপনে মহড়া প্রদর্শণ করা হবে বিভিন্ন এলাকায়।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com