প্লাাস্টিকের ক্ষতিকর ও ভয়াবহতা বুঝাতে ১৫ হাজার কি.মি পথ হেটে ভারতীয় তরুন চাঁদপুরে

শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর || ২০২২-১১-১৫ ০৬:২১:৩৯

image

আমাদের নিত্যদিনের ব্যবহার করা প্লাাস্টিক মানব জীবনের ও পরিবেশের জন্য  জন্য মারাত্বক ক্ষতিকর ও ভয়াবহতা বুঝাতে ১৫ হাজার কিলোমিটার পথ পায়ে হেটে পাড়ি দিয়ে ভারতীয় কিশোর এখন চাঁদপুরে অবস্থান।

এ প্লাাস্টিক আমাদের জীবনেও গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে। এ প্লাাস্টিকের পন্যের প্রভাবের কারণে জীববৈচিত্রও মারাত্মক হুমকির মুখে পড়ছে।

নিজদেশের ২৭টি রাজ্য ভ্রমন শেষে মহারাষ্ট্রের নাগপুরের তরুন রোহান আগারওয়াল বাংলাদেশের কয়েকটি জেলা শহর ঘুরে চাঁদপুরে এসেছেন। তার বয়স মাত্র বিশের কোটায়। প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে মানুষকে সচেতন করতে বিশ্বের ১৫টি দেশে যেতে চান ভারতীয় এ তরুন রোহান।

চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, অল্পবয়সে সে যে ইস্যু নিয়ে কাজ করছে, মানুষকে সচেতন করার জন্য কাজ করছে, সেটি একেবারেই গ্লোবাল ইস্যু। ২০ বছর বয়সে পরিবেশের জন্য কাজ করছে, আমি মনে করি এটি অন্যদের জন্য অনুপ্রেরনা। আমি বিষয়টি জানার পর তার থাকা ও খাওয়ার ব্যবস্থা নিয়েছি। আমাদের সমাজের মানুষের জন্য তার এই পথচলায় আশাকরি সবাই এগিয়ে এসে সহযোগিতা করা একান্ত প্রযোজনীয়তা বোধ করছি।

রোহান আগারওয়াল ২০২০ সালের ২৪ আগস্ট ভারতের উত্তর প্রদেশের বারানসিতে গঙ্গার তীর থেকে হাটা শুরু করেন । এত অল্প বয়সেই বিশাল ¯^প্ন নিয়ে যাত্রা শুরু করেন রোহানের। ৮১০ দিন আগে যাত্রা শুরু করা ভারতীয় তরুন এখন পর্যন্ত অতিক্রম করেছেন প্রায় ১৫ হাজার কি. মি পথ। এরমধ্যে ভারতের রাজস্থান, হরিয়ানা, দিল্লি, চণ্ডিগড়, হিমাচল, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পন্ডিচেরি, কর্নাটক, কেরালা ও গোয়া হয়ে ভারতের মোট ২৭টি রাজ্য সে পরিভ্রমণ শেষে ৮ অক্টোবর ফেনীর বিলোনিয়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এ বিশবছরের তরুন রোহান আগারওয়াল । এরপর পার্বত্য চট্টগ্রাম ঘুরে চাঁদপুরে এসেছেন ১৩ নভেম্বর রাতে। তারপর সোসবার (১৪ নভেম্বর) ২০২২ চাঁদপুরের জেলা প্রশাসক, পৌর মেয়র ও চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া শিক্ষার্থীদের প্লাস্টিকের ভয়াবহতা বুঝাতে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতন মূলক বক্তব্য রাখেন রোহান আগারওয়াল।

ভারতীয় তরুন রোহান আগারওয়াল বলেন, এই পৃথিবী শুধু মানুষের বসবাসের জন্য নয়। প্রাণী-উদ্ভিদেরও, তাই পরিবেশের বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে। এটা আমাদের সব মানুষের বুঝার দায়িত্ব রয়েছে। প্লাস্টিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। আমাদেরকে প্লাস্টিক থেকে বাঁচতেই আমার এই যাত্রা শুরু করার উদ্যোগ। তাই ভারত থেকে বাংলাদেশে এসেছি। পথ চলতে অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে। ডিসি, এসপি, মেয়র ও সাংবাদিকসহ বিভিন্নজনের সহযোগিতা নিচ্ছি।

রোহান আরও জানান, আমি ভারতের গভর্নমেন্ট সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার পরিবার থাকে নাগপুরে। বাংলাদেশের পর মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, চীন, হংকং, ম্যাকাও, মঙ্গোলিয়াসহ আরো বেশ কিছু দেশে যাওয়ার ইচ্ছা রয়েছে আমার। আমি যেখানেই গিয়েছি, সেখানকার স্কুল-কলেজেসহ বিভিন্ন পাবলিক প্লেসে সবার সাথে প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে কথা বলেছি। সবাইকে বলেছি পরিবেশ র¶ার জন্য এবং আমরা বেঁচে থাকতে সবার উচিত পরিবেশ রক্ষার দিকে নজর দেওয়া।

চাঁদপুর শহরের এন এম আকাশ নামের এক যুবক বলেন, রোহান যে কাজ করছে তা খুবই প্রশংসনীয়। তার দেশে ঘুরে আমাদের দেশে এসেছেন প্লাস্টিকের ভয়াবহতা বুঝাতে। এটা আমাদের যুবসমাজকে উদ্বুদ্ধ করবে। আমাদের সকলের দায়িত্ব সচেতন থেকে পরিবেশ রক্ষা করা। তার খুবই কম বয়স কিন্তু সে নিজে অন্যদেশ থেকে পায়ে হেটে আমাদের দেশে এসেছে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে। যা খুবই ভালো উদ্যোগ ও একটা দৃস্টান্ত।

চাঁদপুর আল-আমিন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম বলেন, ভারত থেকে বাংলাদেশে এসে কয়েকটি জেলা ঘুরে চাঁদপুরে এসেছে রোহান। সে আমাদের শিক্ষার্থীদের সাথে খুব চমৎকার ভাবে কথা বলেছে। প্লাস্টিকের ব্যবহার কিভাবে কমিয়ে আনা যায়, তার লক্ষে কাজ করছে ভারতীয় এ তরুন। সে হিন্দি এবং ইংরেজী দুই ভাবেই শিক্ষার্থীদের সাথে প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে আলোচনা করে। আমরা তার এই চিন্তা-চেতনাকে স্বাগত সাধুবাদ জানাই।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com