পার্বতীপুর রেলওয়ে লোকোসেডের ডিজেল ইঞ্জিন থেকে রহস্যজনকভাবে ১১ লাখ টাকার ব্যাটারী চুরি

মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর) || ২০২২-১১-১৩ ১২:১১:৩৭

image
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোসেডের ভেতরে এক দুঃসাহসিক ও রহস্যজনক চুরি সংঘঠিত হয়েছে। অজ্ঞাতনামা লোকজন রেলওয়ের ৪টি অকেজো ডিজেল ইঞ্জিন থেকে ১১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩২টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। গত ৪ নভেম্বর চুরির ঘটনাটি কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হলেও পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয় ৫দিন পর। এ চুরির ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে পার্বতীপুর রেলওয়ে লোকোসেডে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন এস আই, একজন হাবিলদার ও ৫জন সিপাহিসহ মোট ৭জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরাসহ সেখানে দায়িত্বরত ১৩ জনকে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর লালমনিরহাট কমান্ডেন্ট কার্যালয়ে ক্লোজ করা হয়। বরখাস্তকারীরা হলেন, এস,আই মাহিদুল ইসলাম মাহিদ, হাবিলদার এমদাদুল হক, সিপাহী শাহিন মিয়া, ছোটন চক্রবর্তী, তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মাহাবুবার রহমান। পার্বতীপুর রেলওয়ে লোকোসেডের ইন্চার্জ এস,এস,এ,ই/আইসি/লোকো মোঃ কাফিউল ইসলাম ফাইনান্সিয়াল পোস্টকে জানান, তিনি প্রায় ১৫দিন ছুটি কাটিয়ে গত ৪ নভেম্বর লোকোসেডে যোগদান করার পর সেডের ভেতরে পরিদর্শনকালে তিনি চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি দেখতে পান ডিজেল ইঞ্জিনসমুহের ভেতরে ব্যাটারী নেই। সেডের অভ্যন্তরে ব্যাপক সিসি ক্যামেরা বসানো থাকলেও কারা চুরি করলো তার ভিডিও চিত্রকি ধরা পড়েনি এমন প্রশ্ন করা হলে তিনি জানান, ঝড়ের কারনে সিসি ক্যামেরার ক্যাবেল ছিড়ে পড়ায় ক্যামেরাসমুহের কানেকশন বিচ্ছিন্ন ছিল। তবে তিনি নিশ্চিত করে বলেন, পোষাকধারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভ্যানযোগে চুরি যাওয়া ব্যাটারীসমুহ নিয়ে যাচ্ছে এমন দৃশ্য দেখা গেছে বাহিরের সিসি ক্যামেরার ভিডিওচিত্রে। অন্যদিকে সেডের ভেতরে নাইট সিফটে থাকা সেড কর্মচারীগনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাটারীসমুহ চুরি করলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলওয়ে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে অন্যান্য অপরাধীদের সংশ্লিষ্টতা খুজে বের করবে। এর চেয়ে আমি কিছুই বলতে পারবোনা। এ বিষয়ে রেলওয়ে পাকশি ডিভিশনের ডিএমই জানান, চুরির ঘটনায় লোকোসেডের কর্মচারীগনের কারও সংশ্লিষ্টতা আছে কিনা এবিষয়ে রেলওয়ে পার্বতীপরের এ,ই,এন রাকিবুল হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন লালমনিরহাট ডিভিশনের এসি (আর,এন,বি) আতাউর রহমান ও এ,এম,ই(ওপি এন্ড এফ- পাকশি) আব্দুল জলিল। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লালমনিরহাট ডিভিশনের কমাডেন্ট শফিকুল ইসলাম ৭ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইন্চার্জ নুরুল ইসলাম জানান, এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে লোকোসেডের ইন্চার্জ এস,এস,এ,ই/আইসি/লোকো মোঃ কাফিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/৯ জনকে আসামী করে মামলা করেছেন। তদন্ত চলমান রয়েছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com