নামী ব্রান্ডের শত বছরের পুরনো দুর্লভ গাড়ি নিয়ে গাজীপুরে তারা

হাসিব খান, গাজীপুর || ২০২২-১১-১০ ০৯:৫১:৫১

image
বিশ্ব ভ্রমণ সখ তাদের। তাইতো নাম ”ডেস্টিনেশন র‌্যালি’’ । যারা প্রতি বছর একটি আ্যডভেঞ্চার র‌্যালির আয়োজন করে থাকে ইউরোপিয়ান সমাবেশ সংস্থা। কারিলা বি এট,মোরিস মারিনা,লিমেনস্ ক্লাসিক এবং ল্যান্ড ক্রুসার বিশ্বের নামীদামি এমন ব্যান্ডের শত বছরের বিলুপ্তপ্রায় পুরনো ১৬ টি গাড়ি এবং দুটি বিএমডাবলু মোটর সাইকেল নিয়ে এবার বাংলাদেশে আন্তর্জাতিক র‌্যালির দল। আন্তর্জাতিক ইস্ট ইন্ডিয়া হিমালয় ভিনটেজ কার নামের র‌্যালির দলটি এবছর তিনটি দেশ ভ্রমণ করবেন। ভারতের কলকাতা থেকে শুরু হওয়া র‌্যালীটি ভুটান হয়ে গত রোববার সকাল এগারোটায় সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে তারা গাজীপুরের সারাহ রিসোর্টে অবস্থান করে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত এই দলটি বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে সৌন্দর্য উপভোগ করবে। র‌্যালিতে অংশ নেয়া সবগুলো গাড়ি আশির দশকের আগের। ভ্রমণকারীদের মধ্যে সর্বনিম্ন চালক ৫৪ বছরের এবং সর্বোচ্চ ব্যাক্তিটি ৭৬ বছরের। আমেরিকা,ফ্রান্স,বেলজিয়াম,জার্মানি,ফিনল্যান্ডসহ ৭টি দেশের ৪৩ জন ইউরোপিয়ান এবার অংশগ্রহণ করে। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া ২৪ দিনের ৩,২৪৪ কিলোমিটারের এই র‌্যালীটি শেষ হবে ১২ নভেম্বর।বেলজিয়ামের দুজন ভ্রমণপিপাসুদের প্রচেষ্ঠায় এই সংস্থাটির যাত্রা শুরু হয়। তারা জানায় এটি অংশগ্রহণকারীদের জন্য একটি চমৎকার সাফল্য এবং স্থানীয়দের জন্য একটি ট্রিট হিসাবে পরিণত হয়েছে যারা আগে বিদেশী বা ভিনটেজ গাড়ি দেখে নাই । র‌্যালিতে অংশ নেওয়া জার্মানির ম্যাথিস বিটনার বলেন, একদিকে ঐতিহ্য, অন্যদিকে ইতিহাসকে বুকে নিয়ে আজও ওরা এই গাড়িগুলোকে নিজের সন্তানের মত করে আগলে ধরে রেখেছে।" আগামী দিনে এই ভিন্টেজ কার রেলিকে আরও বড় রূপ দিবে। তিনি আরও বলেন,বাংলাদেশের আথিতিয়তায় মুগ্ধ তারা।এই ভ্রমণের মধ্য দিয়ে তারা বাংলাদেশের কৃষ্টি এবং কালচারের সাথে আরও কাছ থেকে পরিচিত হতে পারবে। বাংলাদেশের ভ্রমণ বিষয়ক নিয়ে কাজ করা মুহাম্মদ সাদিকুল্লাহ জুন বলেন,আমাদের সবার স্বপ্ন থাকে দেশ ভ্রমণে। বহিবিশ্ব ভ্রমণের মাধ্যম হলো কার্নিটের মাধ্যমে। তবে আমাদের সরকারের উচিত টুরিস্টদের জন্য নিজের গাড়ি নিয়ে ভ্রমণের মাধ্যম আরও সহজ করা । আমাদের দেশে যারা এবার ভ্রমণে এসেছে তাদের দেখে আমরা ভ্রমণে আরও বেশি অনুপ্রাণিত হই। বাংলাদেশে এই রেলিটির আয়োজক দ্যা জার্নি ওয়ালেটের পরিচালক মতিউর রহমান বলেন, এই দলটি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করে থাকে। তাদের ভ্রমণের প্রধান উদ্দেশ্য একেকটি দেশের মানুষের জীবনধারা কাছ থেকে দেখবে। আমাদের সৌভাগ্য একসাথে এত ইউরোপিয়ানদের পেয়েছি। আমরা চেষ্টা করবো বাংলাদেশকে বহিবিশ্বে তাদের মাধ্যমে তুলে ধরতে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com