রূপগঞ্জে ডাকাত সন্দেহে গ্রেপ্তার-৭
সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ||
২০২২-১১-১০ ০৯:৪৪:১৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্রশস্ত্রসহ ডাকাতি করার যন্ত্রাংশ উদ্ধার করা হয়। বুধবার (১০ নভেম্বর) ভোর রাতে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রফিক, সেলিম, রফিকুল ইসলাম, আরিফ মিয়া, মানিক মিয়া, বিল্লাল ভুইয়া, নাজিমুল হক সুমন। তাদের বাড়ী চনপাড়া, পুর্বগ্রাম, সাহাপুর ও বানিয়াদি এলাকায়।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি/তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, রাত আড়াইটার দিকে মুড়াপাড়া বাজার এলাকায় একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ সংবাদ পায়। এসময় বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাত সন্দেহে ওই ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্রশস্ত্রসহ ডাকাতি করার যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই মতিউর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় ওই ৭জনকে আসামী করে একটি ডাকাতি প্রস্তুতির মামলা করেন। মামলার আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357