বোয়ালমারীর কৃষিবিদ মাতিনুর রহমান পেলেন আইইউবিএটি সফল উদ্যোক্তার সম্মাননা
ফরিদপুর প্রতিনিধিঃ ||
২০২২-১১-০৯ ০৬:১০:৫২
ফরিদপুরের বোয়ালমারীর কৃতি সন্তান, কৃষি উদ্যোক্তা, ইনসাফ সীডস লিমিটেড এর পরিচালক কৃষিবিদ মাতিনুর রহমান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে এ বছর সফল উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন।
গত ৩১ অক্টোবর ঢাকা উত্তরায় আইইউবিএটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কৃষি অনুষদ মিলনায়তনে কৃষি অনুষদের উদ্যোগে এক আওড়াম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মাননা তার হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের ডিন কৃষিবিদ ড. মোঃ শহিদুল্লাহ, আইইউবিএটি কৃষি অনুষদের কোর্ডিনেটর কৃষিবিদ ড. ফারজানা সুলতানা প্রমুখ।
কৃষিবিদ মাতিনুর রহমান উপজেলার পৌরসভার ১ ওয়ার্ডের গুনবহা গ্রামের সম্ভ্রান্ত মিয়া পরিবারের আতিয়ার রহমান মিয়ার ছেলে। তিনি ২০১৫ খ্রিষ্টাব্দে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদ থেকে বিএসসি এগ্রিকালচার পাশ করেন। পড়াশোনা শেষ সরকারি -বেসরকারি বিভিন্ন সংস্থায় চাকুরির সুযোগ পেয়েও সে সুযোগ গ্রহণ না করে কৃষি ও কৃষকগোষ্ঠীর উন্নয়নে আত্মনিয়োগ করেন তিনি। নিজ উদ্যেগে গড়ে তুলেন 'ইনসাফ সীডস লিমিটেড' নামে একটি কৃষি বীজ উৎপাদন ফার্ম। একই সাথে স্থানীয় কৃষকদের আধুনিক কৃষিকাজে উদ্বুদ্ধকরণে গড়ে তুলেছেন গবেষণাগার ও কৃষি সমিতি। সেই সাথে বোয়ালমারীতে বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন কারি প্রতিষ্ঠান 'জানা মডেল ফার্মের' বিষমুক্ত, নিরাপদ খাদ্য প্রকল্পের প্রধান পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।
বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন- মাতিনুর রহমান একজন সফল উদ্যোক্তা, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষির উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন, এ ব্যাপারে আমরা তাকে সার্বিক সহযোগিতা করে আসছি। তার এ সাফল্য বোয়ালমারীর কৃষি ও কৃষকগোষ্ঠীর উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357