সিরাজগঞ্জে ফুটবল প্রেমিদের পতাকা উড়ানোর হিড়িক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ || ২০২২-১১-০৭ ০৭:০৩:২২

image

বিশ্বকাপ ফুটবলের জোয়ার বইছে সিরাজগঞ্জে। আগামী (২০ নভেম্বর) শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলা। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। ইতি মধ্যেই প্রিয় দলের জার্সি ও পতাকা সংগ্রহের ব্যস্ত হয়ে পড়েছে সমর্থকেরা। শহরে ও গ্রামে প্রতিটি দোকানে চলছে পতাকা বিক্রির হিরিক। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি থাকায় এই দুই দেশের পতাকা বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। তাছাড়া জার্মানি,ফ্রান্স, পর্তুগালের পতাকা বিক্রি হচ্ছে।

পতাকা বিক্রি কারক আব্দুল হামিদ জানায়, খেলার দিন যত ঘনিয়ে আসছে পতাকা বিক্রি ততই বেড়ে গেছে। প্রতিটি পতাকা ৮০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রাজিলের সমর্থক বনবাড়িয়া দিঘলকান্দি গ্রামের শরিফ চকদার জানায়, আমি ও আমার পরিবার  ব্রাজিলের সমর্থক । তাই কাপড় কিনে এনে বিশাল পতাকা তৈরী করে বাড়ির আঙ্গিনায় আমগাছের উচু ডালে টানিয়ে রেখেছি। চরবনবাড়ীয়া গ্রামের সম্পা খাতুন বলেন, আমি আর্জেন্টিনার সমর্থক নিজেদের তৈরী করা এখনো মহল্লার সর্ব বৃহৎ পতাকা আমাদের ঘরের ছাদে ঝুলছে। দোকানদার রুবেল জানায়, ব্রাজিলের পতাকা ১৩০- ১৭০ , আর্জেন্টিনা ১৩০-১৭০, জার্মানি ১০০-১৩০, স্পেন ১০০-১৪০,পর্তুগাল ১০০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরও জানান ছোট বড় অনুযায়ী এ সকল পতাকার দাম নির্ধারণ করা হয়।

ফুটবল প্রেমী সুকুমার চন্দ্র দাস, জিল্লুর রহমান জানান, শহর থেকে গ্রামে গঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় এমনকি মটরসাইকেল,রি·া,ভ্যান ট্রাক,বাসেও যার যার প্রিয় দলের পতাকা উড়িয়ে চলছে।  তাছাড়াও রাস্তায় বাবা-মায়ের  হাত ধরে হাটা ছোট ছোট শিশুদের হাতেও বিভিন্ন দেশের পতাকা দেখা যায়।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com