দিনাজপুর কাহারোল সেতুসহ দেশের ১শ টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুলতান মাহমুদ, দিনাজপুর || ২০২২-১১-০৭ ০৬:৫৯:৩৪

image

দিনাজপুর কাহারোলে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে নব-নির্মিত সেতু সহ দেশের ২৫টি জেলায় গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১শ টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম, স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনসুরুল আজিজ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান সরকার, গৌরাঙ্গ চন্দ্র বর্মন, সহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সিদ্দিকুজ্জামান নয়ন, শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুফিয়া সুলতানা, এলজিইডি'র সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে ফজল প্রমুখ। 

দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে ১৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার পুনর্ভবা নদীর উপর সরু জরাজীর্ণ ১১০ মিটার সেতুর স্থলে ১১২.৫৬৬ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ করা হয়েছে। ফলে কৃষি নির্ভর প্রত্যন্ত এই অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্যাদি জেলা সদর এবং রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলে পরিবহনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত এই সেতুটি নির্মিত হওয়ায় এলাকার সর্বসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নের ব্যাপক ভুমিকা পালন করবে। তাছাড়া নব-নির্মিত সেতুটি কাহারোল বাজার সংলগ্ন হওয়ায় এতদঞ্চলে সর্বদা যে যানজট সৃষ্টি হত তা নিরসনেও ব্যাপক ভুমিকা পালন করবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com