পটুয়াখালীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী ||
২০২২-১১-০৫ ০৮:০০:১৭
পটুয়াখালীতে জেলা প্রশাসন ও জেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস -২০২২ পালিত হয়েছে।
র্যালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য রেলী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী ভবন প্রাঙ্গনে শেষ করে । এরপর শিল্পকলা মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হুনায়ুন কবিররের সভাপতিত্বে ও অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় " বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" দিবসের এ প্রতিপাদ্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ্র।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, অতিরিক্ত পুলুশ সুপার আহমেদ মাইনুল হাসান, প্যানেল মেয়র মোঃ দেলোয়ার হোসেন, সমবায় ব্যাংক লিঃ এর চেয়ারম্যান আব্দুস সালাম খান, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, বন্ধুজন সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম প্রমুখ।
সভায় জেলার শ্রেষ্ঠ সমিতি হিসাবে শিক্ষক কর্মচারী সমিতকে পুরস্কৃত করে সমিতির সদস্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357