সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ; নোটিশকে দেখাচ্ছে বৃদ্ধাঙ্গুলি
মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা ||
২০২২-১১-০৪ ০৮:২৮:৪৪
বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর বন্দরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে আর সিসি পিলার করে পাকা স্থাপনা। কোটি টাকার সরকারি সম্পত্তি বেদখল হলেও আর্থিকভাবে লাভবান হচ্ছে (পাউবো)র কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারীরা। স্থাপনা নির্মাণের সময় অবৈধ দখল বলে হুঙ্কার দিলেও পরবর্তীতে রহস্যজনক ভাবে রয়েছে তারা নীরব। নির্মাণ কাজ শুরুর সময়ে পাউবো কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা অপসারণের জন্য মো.নূর আলম হাওলাদারকে নোটিশ প্রদান করেন। এরপর আর পাউবো কর্তৃপক্ষের কোন পদক্ষেপ চোখে পড়েনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার গাজীপুর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গাজীপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন (পাউবো)র জায়গা যে যার মতো অবৈধভাবে দখল করে নিচ্ছে। মো. নূর আলম হাওলাদার পাউবোর গাজীপুর মৌজা জে এল ২৪ খতিয়ান ২৮৯ দাগ ১৩৪৫ এর ০.০৩ একর জায়গা অবৈধভাবে দখল করে আর সিসি পিলার করে স্থায়ী ভবন নির্মানের কাজ প্রায় শেষের পথে। অথচ তাদের কাছে (পাউবো) র কোনো কাগজপত্রই নেই। কিন্তু কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনকে ম্যানেজ করে রাতে চালিয়ে যাচ্ছে এ অবৈধ দখল কাজ। এনিয়ে স্থানীয়দের মাঝে চলছে নীরব ক্ষোভ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানায়, পাউবোর কোনো বৈধ কাগজপত্র না থাকলেও কিভাবে তারা এ ধরনের অবৈধ দখল কাজ চালিয়ে যাচ্ছে তা বোধগম্য নয়। এমনকি দখলদাররা রাতের আঁধারে নির্মান করছে বিশাল আকৃতির দোকান ঘর।
এবিষয়ে আঠারগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। আমাকে এ বিষয় কেউ কিছু জানায় নাই।
উপ-সহকারী প্রকৌশলী পাউবো গাজীপুর শাখার সৌরভ মন্ডল বলেন, মৌলিক ভাবে কয়েক বার নিষেধ করা হলেও অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে মো. নূর আলম। এমতাবস্থায় অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করনসহ নির্মিত স্থাপনা অপসারণ করনের নোটিশ দেওয়া হয়েছে। তারপরও কিভাবে স্থাপনা নির্মাণের কাজ চলছে এমন প্রশ্ন করতে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে নুরে আলম বলেন, পানি উন্নয়ন বোর্ডের স্যারের আইছিলো, তারা কইছে ইট বালি দিয়া কাম কইরেন না। আর ঘরতো করাই হইয়া গেছে এখন আর কি করার। পরে হ্যাগো চা- পান খাওনের খরচ দিয়া দিছি। স্যারেরা আইছে খালি হাতে তো আর ফেরত দেওন যায় না।
গাজীপুর পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ দিবাকর রায় বলেন, রাতের আঁধারে কাজ চলছে এ ব্যপারে আমার কাছে কোন তথ্য নেই, এ ধরনের কোন কাজ হলে ব্যবস্থা নেয়া হবে।
উপ-বিভাগীয় প্রকৌশলী, আমতলী পওর বাপাউবো সুদীপ্ত চৌধুরী বলেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও আমতলী থানা ইনচার্জকে জানিয়েছি, শীঘ্রই আমতলী উপজেলা ভূমি কর্মকর্তাকে নিয়ে আলোচনা করে উচ্ছেদের ব্যবস্থা করা হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357