২৫ নবীন উদ্যোক্তা পেলেন বুনিয়াদি প্রশিক্ষণ স্মার্ট বাংলাদেশের স্টার্টআপদের নিয়ে আইডিয়া প্রকল্পের প

নিজস্ব প্রতিবেদক || ২০২২-১১-০৩ ০৭:০৩:০৮

image
স্মার্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে ২৫ নবীন উদ্যোক্তা বুনিয়াদি প্রশিক্ষণ নিলেন। মানব সম্পদ ব্যবস্থাপনা, বিনিয়োগ ও পিচিং স্কিল ডেভেলপমেন্ট, বিজনেস স্কেলেবেলিটি ও গ্লোবাল মার্কেট, ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় আইন ও কপিরাইট এবং প্যাটেন্ট বিষয়ে শিখলেন তারা। বুধবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ” প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। তিনি বলেন স্টার্টআপ এর যাত্রা একটি কঠিন যাত্রা। সফলতার জন্যে পরিশ্রম করতে হবে। ব্যার্থ হলেও নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বিদেশি স্টার্টআপ কালচার এর বিষয়ে ব্যাখ্যা করেন এবং বলেন বাংলাদেশে বড় সুবিধা হলো একেবারে শুরু থেকেই সরকার সহযোগিতা করছে। বলা যায় বাংলাদেশে স্টার্টআপের বড় একটা কালচার তৈরি হচ্ছে। বাংলাদেশেও ইউনিকর্ণ স্টার্টআপ তৈরি হবে বলে আমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বিসিসি এর নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বলেন, বাংলাদেশে বর্তমানে স্টার্টআপদের চাহিদা রয়েছে। স্টার্টআপদের জন্য এধরনের প্রশিক্ষণের গুরুত্ব অনেক। তিনি বলেন আগে সুযোগ কম থাকলেও বর্তমানে বাংলাদেশ সরকার অনেক সুযোগ সৃষ্টি করছে। কর্মশালায় আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ আলতাফ হোসেন, স্টার্টআপদের জন্য সরকারের পক্ষ থেকে চলমান সুযোগ-সুবিধা তুলে ধরেন। তিনি জানান, উদ্যোক্তাদের জন্য রয়েছে মেন্টরিং সাপোর্ট, অনুদান সাপোর্ট, ভেঞ্চার ক্যাপিটাল সাপোর্টসহ নানা সুযোগ যার মাধ্যমে তৈরি হয়েছে একটি সুন্দর ইকোসিস্টেম। এই সুযোগগুলো তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। স্টার্টআপদের জন্য আইডিয়া প্রকল্পের মাধ্যমে স্টার্টআপদের কল্যাণে এ ধরনের সহযোগিতা চলমান থাকবে। এসময় ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের রূপকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সঠিকভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন যুগ্ম সচিব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে আইসিটি বিভাগের আওতায় ২০১৬ সাল থেকে উদ্ভাবন সহায়ক ইকোসিস্টেম ও উদ্যোক্তা সংস্কৃতি তৈরিতে কাজ করছে আইডিয়া প্রকল্প। তরুণ উদ্ভাবকদের সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি তরুণদের মাঝে ব্যাপকভাবে উদ্ভাবনী ধারণাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে আইডিয়া।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com