সিরাজগঞ্জে দুদকের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ||
২০২২-১১-০২ ১১:০৪:২৭
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদকে এলজিএসপির (লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট) ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।
সুলতান মাহমুদ টানা দ্বিতীয় বারের মতো জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ দুর্নীতির মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
বিচারক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা যায়, গত বছর জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, সংরক্ষিত নারী সদস্য সাহেলা বেগম ও সচিব জিয়াউল করিমের বিরুদ্ধে ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থ বছরের লোকাল গভর্ন্যান্স প্রজেক্টের (এলজিএসপি)-৩ প্রকল্পের ৩০ লাখ ১৫ হাজার ৮৪৪ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
এমন অভিযোগে চলতি বছরের ১৭ জানুয়ারি চেয়ারম্যান সুলতান মাহমুদ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সালেহা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত কার্যালয়ের পক্ষ থেকে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে গত ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের কর্মকর্তা।
বুধবার সুলতান মাহমুদ তার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357