কোরআন অবমাননার গুজব : দুই বছরেও শুরু হয়নি জুয়েল হত‌্যাকান্ডে বিচার কাজ

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট || ২০২২-১১-০১ ০৬:১৬:৩১

image
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে পবিত্র কোরআন কথিত অবমাননার গুজব ছড়িয়ে সহিদুন্নবী জুয়েল নামে এক শিক্ষককে পিটিয়ে পুড়িয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি মামলার বিচার কার্যক্রম । আলোচিত ওই হত্যাকাণ্ডে তিন মামলায় গ্রেপ্তার অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসেছেন । এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে জুয়েলের পরিবার। ২০২০ সালের ২৯ অক্টোবর ওই এলাকায় কোরআন কথিত অবমাননার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে হত্যার পর বুড়িমারী লালমনিরহাট মহা সড়কে মরদেহ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আবু ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গ্রন্থাগারিক ছিলেন । এ ঘটনায় পর দিন শুক্রবার জুয়েলের চাচাতো ভাই সাইফুল আমিন বিপ্লব একটি হত্যা মামলা করেন। এ ছাড়া বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাঙচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আবু নেওয়াজ নিশাত একটি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় উপপরিদর্শক শাজাহান বাদী হয়ে পাটগ্রাম থানায় অপর মামলাটি করেন। তিন মামলায় আসামি করা হয় ১১৪ জনকে। পরে পুলিশ এজাহারনামীয় এবং তদন্তে পাওয়া ১৩৪ আসামিকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ১২১ জনই হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। কারাগারে আছেন মাত্র একজন। রংপুরে এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করা জুয়েলের স্ত্রী জেসমিন বলেন, দুই বছরেও বিচার শুরু হয়নি। কবে শুরু হবে তাও জানি না। তিনি আরও বলেন, আমার স্বামী নিরপরাধ ছিলেন। রংপুর থেকে বুড়িমারীতে কাজে গিয়ে নামাজ পড়তে বুড়িমারী জামে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে সেখানে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে এবং পরে রাস্তায় এনে শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আমি স্বামী হত্যার সুষ্ঠু বিচার চাই। পাটগ্রাম কোর্টের জিআরও এএসআই জাহিদ হোসেন জানান, তিনটি মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এসব মামলায় এক আসামি কারাগারে এবং ছয়জন পলাতক। বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আকমল হোসেন আহমেদ বলেন, এখনও ছয় আসামি পলাতক। তাদের বিষয়ে সর্বশেষ প্রক্রিয়া হলো হুলিয়া জারি করা। এসব প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে বিচার এখনও শুরু হয়নি। দ্রুত সময়ের মধ‌্যে বিচার কাজ শুরু হবে বলে জানান আইনজীবী আকমল হোসেন আহমেদ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com