ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সাথে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার কর্পোরেট স্

মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া || ২০২২-১০-২৯ ১০:৫৪:১২

image
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে শনিবার একটি দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি হয়েছে। চুক্তির আওতায় জেলা পুলিশের সকল কর্মকর্তা, সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়া এক্সিকিউটিভ হেলথ চেক-আপ এবং কার্ডিয়াক হেল্থ চেক-আপ এ বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি উন্নত স্বাস্থ্যসেবার জন্য ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার মূল প্রতিষ্ঠান ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরী স্বাস্থ্যসেবা পাবেন। চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশীষ কুমার চক্রবর্ত্তী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশের এডিশনাল এসপি (এডমিন এন্ড ফাইন্যান্স) মোল্লা মোহাম্মদ শাহীন ও ডিস্ট্রিক্ট পুলিশ মেডিকেল সার্ভিসেস এর মেডিকেল অফিসার ডাঃ চন্দ্র শেখর দত্ত এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্চ ইনচার্জ- কুতুব উদ্দিন সোহাগ, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাজেদুল করিম আরমান, অফিস এক্সিকিউটিভ নারায়ণ চক্রবর্ত্তী ও কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সানজিয়া আফরিন। উল্লেখ্য, জেলার জনসাধারণকে উন্নত চিকিৎসাসেবা দেয়ার প্রতিশ্রুতিতে গত ৩রা সেপ্টেম্বর শহরের পুরাতন জেল রোডে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এর উদ্ধোধন করেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com