মাধ্যমিক ফেল ঔষধ বিশেষজ্ঞ, তৈরী করেন এসএমসির নকল স্যালাইন
জসিম উদ্দিন বিজয়, সাভার ||
২০২২-১০-২৩ ১৫:৩৯:০০
সাভারের আশুলিয়ায় এসএমসি কোম্পানীর মোড়ক ব্যবহার করে নকল স্যালাইন তৈরীর একটি কারখানায় অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছে পুলিশ। কারখানাটিতে এসএমসিসহ বিভিন্ন কোম্পানির মোড়কে নকল স্যালাইন ছাড়াও ইনো ও ট্যাং তৈরি হতো। এসময় বিপুল পরিমান মালামাল জব্দ করা হয়।
শনিবার (২৩ অক্টোবর) রাতে ৮টার দিকে আশুলিয়ার নিরিবিলির ইস্টার্ণ হাউজিং এলাকায় বিজি ফ্রেস ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামের ওই কারখানায় নকল স্যালাইনের চালানসহ এক কর্মচারিকে আটক করে পুলিশে খবর দেয় এসএমসি কোম্পানীর কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করে।
আটক মিরাজুল ইসলাম মোল্লা (৩০) কারখানাটির কেমিস্ট হিসেবে কাজ করতো বলে প্রাথমিকভাবে জানা যায়। পড়ালেখা তিনি এসএসসি ফেল করেছেন। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার টিহাটি গ্রামের মৃত ময়ের আলী মোল্লার ছেলে।
তবে এঘটনায় কারখানাটির মালিক মিজানুর রহমান জাহিদ, লিপন গাজী ও মোঃ সাদেক হোসেনকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
এসএমসি এন্টারপ্রাইজের ঢাকা পশ্চিম জোন এর সিনিয়র স্যালস ম্যানেজার মোঃ গোলাম রিয়াজ বলেন, আমরা গোপন সূত্রে জানতে পারি এখানে নকল ভাবে আমাদের কোম্পানির মোড়ক ব্যবহার করে ওরস্যালাইন তৈরি করা হচ্ছে। পরে আজ সন্ধ্যার দিকে কারখানাটির সামনে এসে আমরা ভেতরে প্রবেশ করতেই বিপুল পরিমান স্যালাইন তৈরির কাঁচা মাল ও আমাদের কোম্পানি মোড়ক দেখতে পাই। তারা শুধু স্যালাইন নয় ইনো ও ট্যাং নকল ভাবে মোড়ক জাত করে বাজারে বিক্রি করতো। পরে পুলিশকে আমরা খবর দেই।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করি ও একজনকে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357