গাজীপুর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
হাসিব খান, গাজীপুর ||
২০২২-১০-২২ ১২:১৫:০৭
আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার(২২ অক্টোবর) সকালে বিআরটিএ’র আয়োজন ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই দিবসটি পালনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, সামাজিক ও সংগঠন অংশগ্রহণ করে। এ সময় জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আনিছুর রহমান। গাজীপুর বিআরটিএর সহকারী পরিচালক আবু নাঈমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, অধ্যাপক এম এ বারী,গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান সরকার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস কেন হলো, আমরা কেন এ দিবটি পালন করি তা আমাদের জানতে হবে। সড়ক দুর্ঘটনায় প্রতি বছর কয়েক হাজার হাজার মানুষের মৃত্যু হয়। আমাদের বেশিরভাগ বাজার দোকান রাস্তার পাশে বাজারের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে মানুষ অনেক অসচেতন ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। একটি দুর্ঘটনা শুধু একজনেরই প্রাণ নেয় না পথে বসিয়ে দেয় একটি পরিবারকে। জীবন চলে গেলে আর তা ফিরে পাওয়া যায় না। তাই আমাদের সচেতন হতে হবে। সড়কে প্রতিযোগিতা নয়। নিরাপদ সড়ক, নিরাপদ যাত্রা। অধিক সচেতনতা নিয়েই আমাদের চলাচল করতে হবে।
সভা শেষে রাস্তায় রজনীগন্ধা ফুল হাতে দাঁড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিআরটিএ’র কর্মকর্তাগণ। মোটরসাইকেলে হেলমেট না পরে ছুটে চলা চালকদের থামালেন। জেল-জরিমানার পরিবর্তে তাদের হাতে তুলে দিলেন ফুল। আর অনুরোধ করে বললেন, নিন রজনীগন্ধা ফুল , আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি। অপরদিকে যাদের মাথায় হেলমেট ছিল, তাদেরও শুভেচ্ছা জানানো হয়েছে ফুল দিয়ে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নুরুল হোসেন, সাইদুল ইসলাম সুমনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357