ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে নাসিরনগর কেন্দ্রে ভোটারদের ইভিএম অজ্ঞতা

মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া || ২০২২-১০-১৭ ০২:৫৬:০৮

image
জেলা পরিষদ নির্বাচনে নাসিরনগর ভোট কেন্দ্রে ইভিএম অজ্ঞতার কারনে অনেক ভোটার বিপাকে। ভোট গ্রহনে বিলম্ব হচ্ছে। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত নাসিরনগর ভোট কেন্দ্রে ভোট পড়েছে ১৭ টি। এই কেন্দ্রের মোট ভোট ১৭২। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শুভ্র সরকার জানান-প্রথম এক ঘন্টা পর্যন্ত ভোটার আসেননি। তাছাড়া অনেক ভোটার ইভিএমে ভোট দেয়াটাও বুঝতে পারছেনা। তাদের কারনেও কিছুটা সময় নষ্ট হয়েছে। তিনি আরো জানান-ইভিএম ব্যবস্থা নাসিরনগরে এই প্রথম। এদিকে জেলার ৯টি কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ন ভোট গ্রহন চলছে। সবকটি কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহন করা হচ্ছে। নির্বাচন সুষ্টু করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে নির্বাচন প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে চেয়ারম্যান পদে ২ জন এবং ৯টি সাধারণ এবং ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মোট ৫৬ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদের ২ প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের আল মামুন সরকার এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি'র মধ্যে কে জয়ী হচ্ছেন সেদিকেই নজর সবার। গত ক'বছর ধরে নানা কারনে মামুন-শফিকুল বিরোধ চলে আসছে। লাগাতার বিরোধের পর ভোটের লড়াইয়ে মুখোমুখি এ দু'জন।নির্বাচনের শুরু থেকে পাল্টাপাল্টি অভিযোগে মাঠ গরম করেন দু'জনেই। এদিকে জেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রের নিরাপত্তা বিধানসহ সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় ৩৬২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে RAB সদস্যরা দায়িত্বে রয়েছে। জেলা পুলিশ সুত্র জানিয়েছে- জেলার ৯টি কেন্দ্রে ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার,২ জন সহকারী পুলিশ সুপার,৩৩ জন ইন্সপেক্টর,৫৮ জন সাব-ইন্সপেক্টর, ৪৭জন এ্যাসিসটেন্ট সাব-ইন্সেপক্টর এবং ২১৭ জন কনষ্টেবল দায়িত্ব পালন করছেন। তাদের নেতৃত্বে রয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ফোর্স মোতায়েন করা ছাড়াও অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কসবা,নবীনগর ও সরাইল কেন্দ্রে বাড়তি নিরাপত্তা হিসেবে ব্যাটালিয়ন পুলিশ মোতায়েন রয়েছে। এর বাইরেও নবীনগর কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদরের কেন্দ্রে অতিরিক্ত হিসেবে গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়া ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বেও দায়িত্ব পালন করছে পুলিশ। এদিকে ৯টি কেন্দ্রে রবিবারই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন ৯ কেন্দ্রে। এছাড়া গোটা জেলায় দায়িত্ব পালন করছেন একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান- অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যান্য নির্বাচনের মতোই কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com