পুলিশের গাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ || ২০২২-১০-১৬ ১১:১৩:২৩

image
সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসের ডাকাতির ঘটনায় ৭২ ঘণ্টা পর ৬ ডাকাত আটক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো.আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) বলেন, গত ১২ অক্টোবর একটি অপহরণ মামলার ভুক্তভোগীকে ঢাকা থেকে বগুড়া নেয়ার পথে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় ডাকাতদলের কবলে পড়ে পুলিশের মাইক্রোবাসটি। এসময় পুলিশ সদস্যদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাফ, ওয়াকিটকি এমনকি পুলিশের পোশাকও ছিনিয়ে নেয় তারা। ডাকাতদের অতর্কিত হামলায় গাড়িতে বহনরত ভুক্তভোগীর বাবা এবং দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি ডাকাতি মামলা করা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ঘটনার সাথে জড়িত ডাকাত সরদার তুষারকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুরের কোনাবাড়ি ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালামালসহ আটক করা হয় বাকি ৫ জনকে। পুলিশ সুপার আরও বলেন এই মহাসড়কে বিভিন্ন নামে আরও ৬টি ডাকাত দল ডাকাতি করে আসছে। মহাসড়কে এরই মধ্যে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের ভ্রাম্যমাণ টিম এ মহাসড়কে ২৪ ঘণ্টা টহলরত রয়েছে। আটককৃত ডাকতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। আটকৃতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার তুষার আহম্মেদ (২২), মালসাপাড়া মহল্লার আব্দুল লতিফ খান নিকি (২১) সয়াধানগড়া মহল্লার এনামুল হক আসিক (১৯) শিয়ালকোন ইউনিয়নের চকশিয়ালকোট গ্রামের সোহেল রানা (২৮) চন্ডিদাশ গাতী গ্রামের ওয়াজেদ আলী (৩৪) ও ভাসমান বাসস্থানের আব্দুল মোতাবেক (২৬)।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com