জেলা পরিষদ নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়া ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া ||
২০২২-১০-১৬ ১০:৫০:৫৮
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রের নিরাপত্তা বিধানসহ সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় ৩৬২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এর বাইরে র্যাব(RAB) সদস্যরা দায়িত্বে থাকবে।
জেলা পুলিশ সুত্র জানিয়েছে- জেলার ৯টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার,২ জন সহকারী পুলিশ সুপার,৩৩ জন ইন্সপেক্টর,৫৮ জন সাব-ইন্সপেক্টর,৪৭জন এ্যাসিসটেন্ট সাব-ইন্সেপক্টর এবং ২১৭ জন কনষ্টেবল। তাদের নেতৃত্বে থাকবেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ফোর্স মোতায়েন করা ছাড়াও অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়। কসবা,নবীনগর ও সরাইল কেন্দ্রে বাড়তি নিরাপত্তা হিসেবে ব্যাটালিয়ন পুলিশ মোতায়েন থাকছে। এর বাইরেও নবীনগর কেন্দ্রে অতিরিক্ত পুলিশ থাকবে। ব্রাহ্মণবাড়িয়া সদরের কেন্দ্রে অতিরিক্ত হিসেবে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বেও পুলিশ দায়িত্ব পালন করবে।
এদিকে ৯টি কেন্দ্রে এরইমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন ৯ কেন্দ্রে। এছাড়া গোটা জেলায় দায়িত্ব পালন করবেন একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে কয়েকটি উপজেলায় প্রকাশ্য ভোট নেয়ার ঘোষনা,সদস্য প্রার্থীদের মারধোর করার ঘটনায় নির্বাচন নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান- অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। অন্যান্য নির্বাচনের মতোই থাকবে কঠোর নিরাপত্তা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357